Fake call from Pakistan: সেনা স্কুলের ছাত্রদের কাছ পাকিস্তান থেকে ফোন আসছে! দেশ জুড়ে সতর্কবার্তা

হোয়াটঅ্যাপে সক্রিয় পাকিস্তানি গোয়েন্দা অপারেটিভ (পিআইও)। সেনাস্কুলের পডুয়াদের কাছ থেকে তাদের বাবা-মার তথ্য জানতে চাওয়া হচ্ছে। পাশাপাশি তাদের একটি হোয়াসঅ্যাপ গ্রুপে যোগ দিতে বলা হচ্ছে। এ নিয়ে সতর্কতা জারি করল নিরাপত্তা বাহিনী।

এই সতর্কবার্তায় জানানো হয়েছে,’সোমবার থেকে শিক্ষার্থীরা পিআইও-র থেকে ফোন এবং হোয়াটসঅ্যাপ ম্যাসেজ পাচ্ছে। যে দুটি নম্বর থেকে এই বার্তা আসছে সেগুলি হল 8617321715, 9622262167′

এক সেনা আধিকারিক জানান,মূলত পরিচিত কারও সূত্র ধরে তারা ফোন করছে বা হোটাসঅ্যাপ ম্যাসেজ পাঠাচ্ছে। তিনি বলেন,’ওই ব্যক্তিরা নিজেদের স্কুল শিক্ষক হিসাবে পরিচয় দিচ্ছেন। পড়ুয়াদের কাছ থেকে তার বাবা-মা সম্পর্কে বিভিন্ন তথ্য চাইছে। তারপর ওটিপি পাঠিয়ে একটি হোয়াসঅ্যাপ গ্রুপে যোগ দিতে বলছে।’ যে গ্রুপটিকে তারা বলছে ক্লাস সংক্রান্ত নতুন একটি গ্রুপ।

(পড়তে পারেন। মুসলিম হলেন অঞ্জু, নাম রাখলেন ফতিমা, ভারতে ২ বাচ্চাকে ফেলে বিয়ে পাকিস্তানিকে)

ফোনে জানাতে চাওয়া হচ্ছে স্কুলের পোশাক কী? শিক্ষকদের নাম কী? বাবা কোথায় চাকরি করেন? স্কুলের রুটিন ও আরও নানা ব্যক্তিগত বিষয় নিয়ে বিস্তারিত ভাবে জানতে চাওয়া হচ্ছে।

ওই সেনা আধিকারিকের কথা,’আমরা দুটি নম্বর পেয়েছি। তবে এই ফোনগুলি অন্য নম্বর থেকেও আসতে পারে।’ তিনি জানিয়েছেন, ট্রুকলারে নম্বরগুলি খুঁজে দেখা গিয়েছে সেগুলি নথিভুক্ত রয়েছে, ‘জগবিন্দর স্যার চিটকারা বিশ্ববিদ্যালয়’ এবং ‘মঞ্জু কুমারী’ নামে।

অন্য এক সেনা আধিকারিক জানিয়েছে, দেশের সমস্ত সেনা স্কুলগুলিতে এই ধরনের বার্তার ব্যাপারে সতর্ক করা হয়েছে। সূত্রে খবর, জম্মু থেকে এই ধরনের বার্তা এবং ফোন পাওয়া কথা জানা গিয়েছে। ওই আধিকারিক জানিয়েছেন, সেনা স্কুলের শিক্ষক , অভিভাবক এবং শিক্ষার্থীরা এ নিয়ে যথেষ্ট সংবেদনশীল। শুধুমাত্র জম্মুতেই এক ডজনেরও বেশি সেনা স্কুল রয়েছে।