Godhuli Gagane drama: রাসবিহারী শৈলুষিকের নয়া নাটক ‘গোধূলি গগনে’, কী গল্প বলবে পদ্মনাভর নির্দেশনা

‘তঞ্চক প্রবঞ্চক ‘, ‘বিশ্বাসঘাতক’, ‘প্লে হাউজ’ ও ‘বরকতগঞ্জের বকরা’র মতো একের পর এক নাটক সফল মঞ্চায়ন করেছে নাট্যদল রাসবিহারী শৈলুষিক। এবার তাদের নতুন প্রযোজনা ‘গোধূলি গগনে’। আগামী৬ ই আগস্ট রবিবার জ্ঞান মঞ্চে, সন্ধ্যা ৬.৩০ টায় প্রথম মঞ্চস্থ করতে চলেছে এই নতুন প্রযোজনা।

(আরও পড়ুন: একবার পড়লে লাগাম ছাড়া হাসবেন! আপনার জন্যই রইল দিনের সেরা ৫ জোকস)

‘গোধূলি গগনে’ প্রযোজনাটি থর্নটন ওয়াইন্ডারের নাটক ‘আওয়ার টাউন’ এর ছায়া অবলম্বনে রচিত। নাটকটির নাট্যকার ও নির্দেশক পদ্মনাভ দাশগুপ্ত। প্রসঙ্গত, নাটকের জগতে নির্দেশক হিসেবে পদ্মনাভ দাশগুপ্তের এটি প্রথম কাজ। বহুদিন ধরে বাংলা ছবির চিত্রনাট্য লেখার কাজে তিনি যুক্ত। একই সঙ্গে অভিনেতা হিসেবে পরিচিত পদ্মনাভ। সম্প্রতি তিনি বেশ কিছু উল্লেখযোগ্য নাটক রচনা ও অনুবাদের কাজ করেছেন। এর মধ্যে ‘গোধূলি গগনে’ অন্যতম। এই নাটক ফেলে আসা সময়ের কোন এক সাধারণ পাড়ার, সাধারণ মানুষের সামান্য জীবন, সংসার, ভালোবাসা, বিবাহ ও মৃত্যুর চিরায়ত মুহূর্ত তুলে ধরে। আশির দশকের অতি সাধারণ জীবন থেকে ক্রমশ সাইবার যুগে হারিয়ে যাওয়া সেই পাড়ার রোজকার জীবনের আশা-নিরাশার, কান্না- হাসির, দোলাচলের রোজনামচা ‘গোধূলি গগনে’। সময়ের সঙ্গে সঙ্গে পরিপার্শ্ব কীভাবে পাল্টে যাচ্ছে, সেদিকটাই তুলে ধরা হয়েছে এই নাটকে।

(আরও পড়ুন: চালে পোকা ধরছে ৫ ভুলের জন্য! বর্ষার স্যাঁতসেঁতে গন্ধ ছাড়াই টাটকা রাখুন এভাবে)

পদ্মনাভ দাশগুপ্ত

নাটকে উঠে এসেছে সময়ের সঙ্গে সঙ্গে এলাকার বিবর্তনের ছবি। ছোটখাটো সেই পাড়ার বাড়িগুলো পাল্টে ক্রমশ হাইরাইজ হয়ে যায়। কয়লা ভাঙ্গার আওয়াজ বা চড়ুই পাখির ডাক মুছে যায় নিরন্তর মোবাইলের আওয়াজে। এমনকী রাতেও শুধু জেগে থাকে এক সুবিশাল চাঁদ। সে তখনও ছিল, আগামী দিনেও থাকবে। এর সঙ্গে থাকবে মানুষের ক্রমশ পাল্টে যাওয়া জীবন যাপন। জীবন যাপনের সেই ছবিই ফুটিয়ে তুলছে নয়া প্রযোজনা। অভিনয়ে রয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত, গৌতম পুরকায়স্থ, অর্জুন দাশগুপ্ত, শ্রমনা ঘোষ, নবনীতা দত্ত, প্রমুখ। অন্যদিকে নাটকটির পোস্টার নির্মাণে রয়েছেন প্রখ্যাত শিল্পী হিরণ মিত্র।