Half Skull Remove for Sinusitis: সাইনাসের ব্যথা এমন জায়গায় পৌঁছোল, খুলির অর্ধেকটা বাদ দিতে হল! কেমন আছেন রোগী

সামান্য সাইনাসের সংক্রমণ। সেটিও কতটা ভয়ঙ্কর হতে পারে? কেউ হয়তো ভাবতেও পারবেন না, এই সাইনাসের চোটে খুলির অর্ধেকটা বাদ দিতে হল। সম্প্রতি এমনই ঘটেছে ২৬ বছরের এক তরুণীর সঙ্গে। 

(আরও পড়ুন: নিতম্ব বড় করতে গিয়ে মৃত্যু ২২ বছরের তরুণীর)

নাতাশা গুনথার সানটানা। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এই তরুণী। ২০২১ সালে একসঙ্গে ৫টি সাইনাস সংক্রমণে আক্রান্ত হন তিনি। যেগুলির প্রতিটিরই চিকিৎসা শুরু হয়েছিল ঠিকঠাক সময়েই। অ্যান্টিবায়োটিক দিয়ে এই সংক্রমণগুলির চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। কিন্তু এর পরেও সম্পূর্ণ রূপে সুস্থ হচ্ছিলেন না এই তরুণী। মাথাব্যথা, বমি বমি ভাব, গায়ে হাতে পায়ে ব্যথার মতো সমস্যা তো ছিল, তার সঙ্গে মেজাজ খারাপ হওয়ার মতো সমস্যাতেও ভুগতে থাকেন তিনি। 

(আরও পড়ুন: এবার MERS ভাইরাস ঘিরে নয়া আতঙ্ক, ব্যক্তি পজিটিভ হতেই আরও ১০৮ জনের টেস্ট! জেনে নিন উপসর্গ)

এর পরেই চিকিৎসকরা সিদ্ধান্ত নেন আরও নানা ধনের পরীক্ষার। দেখা যায়, বিরল জিনের গঠনের কারণে এই তরুণীর শরীরে অ্যান্টিবায়োটিক ঠিক করে কাজ করে না। অ্যান্টিবায়োটিকের কাজের ক্ষেত্রে তাঁর শরীরের কিছু জিন বাধা সৃষ্টি করছে। ফলে সাইনাসের ইনফেকশন ছড়িয়ে পড়েছে মস্তিষ্ক পর্যন্ত। তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। নাতাশাকে বাঁচাতে চিকিৎসকরা সিদ্ধান্ত নেন খুলি কাটার। 

(আরও পড়ুন: করোনা পরীক্ষার যন্ত্রে HIV টেস্ট, সিদ্ধান্ত নাইসেডের)

নাতাশার মাথায় অস্ত্রোপচার হয়। দেখা যায়, সেখানে খুলির তলায় পুঁজ এবং রক্ত জমা হয়েছে। এই অবস্থায় খুলি দিয়ে মস্তিষ্ক ঢাকা থাকলে সেখানে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কাও দেখা দেয়। ফলে মাথার সেই অংশ কেটে বাদ দিয়ে দেন চিকিৎসকরা। এর পরে ধীরে ধীরে সুস্থ হন এই তরুণী। 

(আরও পড়ুন: পাইলস রোজ কষ্ট দিচ্ছে? জানেন কি এই সহজ ৫ রাস্তায় কমতে পারে সমস্যা)

কিন্তু সমস্যা যেখানে দাঁড়িয়েছে, তা হল, তরুণীর মাথার অর্ধেক অংশ খোলা। অর্থাৎ সেই অংশ দিয়ে মস্তিষ্ক বাইরে থেকে দেখা যায়। চিকিৎসকরা এতে তাঁর মস্তিষ্কের অবস্থা ভালো করে বুঝতে পারেন। কিন্তু এতে তরুণীর স্বাভাবিক জীবনযাপন অনেকটাই সমস্যা পড়েছে, তা স্বাভাবিক।

হালে সোশ্যাল মিডিয়ায় নাতাশ নিজেই জানিয়েছেন, তাঁর এই অবস্থার কথা। জানিয়েছেন, কীভাবে সাধারণ কিছু সংক্রমণ থেকে আজ এই জায়গায় পৌঁছেছেন তিনি। তাঁকে দেখে অনেকেই বিস্মিত হয়ে গিয়েছেন।