Modi on Third Term: ‘আমার তৃতীয় কার্যকালে আপনাদের সব স্বপ্ন বাস্তব হবে’, লোকসভা ভোটের রণদামামা বাজালেন আত্মবিশ্বাসী মোদী

কার্যত লোকসভা ভোটের রণদুন্দুভি বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দিল্লিতে আইটিপিওর কমপ্লেক্স উদ্বোধনের অনুষ্ঠানে মোদী যে ভাষণ দিয়েছেন, তার একজায়গায় মোদী বলেছেন, ‘আমার তৃতীয় কার্যকালের সময়ে’, আর এই বার্তা দিয়ে তিনি কার্যত স্পষ্ট করে দিয়েছেন যে হ্যাট্রিকের লক্ষ্যে তিনি ও তাঁর সরকার কতটা মুখিয়ে রয়েছেন।

‘ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন’ এর কমপ্লেক্সের উদ্বোধনে বুধবার যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী। দিল্লির এই ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ‘ আমাদের প্রথম কার্যকালের সময়ে ভারতের অর্থনীতি ছিল দশম স্থানে। দ্বিতীয় কার্যকালের সময় ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতি, আর এই ট্র্যাক রেকর্ডের নিরিখে বলতে পারি, তৃতীয় কার্যকালের সময় আমাদের সরকার যখন থাকবে, তখন আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হব। এটা মোদীর গ্যারান্টি। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই উন্নয়নের সফর ২০২৪ সালের পর আরও জোরদার হবে। আমার তৃতীয় কার্যকালে আপনাদের সব স্বপ্ন বাস্তব হবে।’ 

( Ajit Doval: সীমান্ত সংঘাত ‘ আমাদের আস্থায় ক্ষয় ধরিয়েছে’, চিনকে মুখের ওপর শুনিয়ে দিলেন ডোভাল)

নয়া দিল্লির প্রগতি ময়দানে ‘ভারত মণ্ডপম’ নামে আইটিপিওর ওই কমপ্লেক্সে মোদী বক্তব্য রাখছিলেন। তিনি যখন অনুষ্ঠানে ‘আমার তৃতীয় কার্যকাল’ কথাটি বলেন, তখনই করতালির রেশ দেখা যায়। তারপর তিনি শেষ করেন তাঁর গোটা শব্দ বন্ধনী। মোদী বলেন, দেশে যেভাবে নতুন বন্দর, নতুন বিমানবন্দর, নতুন এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে তা ‘অভূতপূর্ব’। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘ গত ৫ বছরে ১৩.৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। আন্তর্জাতিক সংস্থাগুলিও বলছে যে ভারতে চরম দারিদ্র্য শেষ হওয়ার পথে। এতে বোঝা যায়, গত ৯ বছরে যেসব সিদ্ধান্ত ও নীতি নেওয়া হয়েছে, তা দেশকে সঠিক পথে নিয়ে যাচ্ছে।’

মোদী বলেন,’ আজ আমরা স্বপ্ন বাস্তবায়ন করছি… প্রত্যেক ভারতীয় এই ভারত মণ্ডপমে খুশি। ভারত মণ্ডপমে ভারতের ক্ষমতা এবং নতুন শক্তির প্রতীক।’ উল্লেখ্য, এই ভারত মণ্ডপম নির্মাণের সময় কোভিড কাল হানা দেয়। সেই সময় বহু শ্রমিক কঠিন পরিস্থিতিতে পড়ে যান। সেই সময়কালের কথা স্মরণ করে এদিন বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, ‘কোভিডের কঠিন সময়ে, আমাদের ‘শ্রমজীবীরা’ কাজটি শেষ করার জন্য তাঁদের  সর্বশক্তি দিয়ে করেছেন কাজ। আমি আজ তাঁদের সাথে দেখা করেছি এবং তাদের সংবর্ধনা করার সুযোগ পেয়েছি।’