Raghav Chadha: মাথায় এক ঠোক্কর! কাকের আক্রমণের মুখে পরিণীতির হবু বর রাঘব, ছড়াল ছবি

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রাঘব চাড্ডার একটি ছবি। আপ এমপি এবং অভিনেত্রী পরিণীতি চোপড়া হবু বর রাঘবের এই ছবি নিয়ে বিরাট শোরগোল নেটপাড়ায়। কেউ কেউ রাঘবকে নিয়ে একটু বাজে রসিকতা করতেও ছাড়ছেন না। এবং তার মধ্যে রয়েছে রাজনৈতিক নানা ইঙ্গিতও। ঘটনাটি কী ঘটেছে।

বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ছবি। সেখানে দেখা যায়, রাঘবের মাথায় ঠোক্কর মারছে একটি কাক। এই সময়ে রাঘব ফোনে কথা বলছিলেন। তিনি টেরও পাননি কখন কাকটি উড়ে এসে তার মাথার উপর চক্কর মারছে। তার পরে হঠাৎই আকাশ থেকে ধাঁ করে নেমে এসে এক ঠোক্কর। মুহূর্তে মাথা নীচু করে নিজেকে কিছুটা সামাল দেওয়ার এবং বাঁচানোরও চেষ্টা করেন এই রাজনীতিবিদ। কিন্তু তাতেও পুরোপুরি আত্মরক্ষা করে উঠতে পারেননি।

এই ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। তিনটি ছবির কোলাজে দেখা যায়, কীভাবে রাঘবকে পড়তে হয়েছিল কাক-চঞ্চুর নীচে। তবে জানা গিয়েছে, রাঘব এতে বিশেষ আঘাত পাননি। সামান্য চোট পেয়েছেন। তা প্রাথমিক চিকিৎসাতেই মিটে গিয়েছে। কিন্তু এই ঘটনার সূত্রে শুরু হয়েছে ঠাট্টা। কী সেই ঠাট্টা?

হিন্দিতে বলা হয়, ‘ঝুট বলে, কৌয়া কাটে’। এর বাংলা করলে দাঁড়াবে, ‘মিথ্যা বললে, কাকের ঠোক্কর খেতে হবে’। রাঘবের এই ঘটনার পরেই রাজনৈতিক মহলে রসিকতা শুরু হয়েছে, তিনি নাকি মিথ্যা বলছিলেন, আর সেই কারণেই কাকের এই আক্রমণ। তবে বিষয়টি শুধুমাত্র সাংসদীয় রাজনীতিতে সীমাবদ্ধ নেই। কেউ কেউ রসিকতা করে বলছেন, তিনি নাকি ফোনে সেই সময়ে পরিণীতির সঙ্গেই কথা বলছিলেন। আর তাঁকেই হয়তো মিথ্যা বলছিলেন। তাই কাক বাবাজির সহ্য হয়নি। তাই এই আক্রমণ। আসল কথাটি অবশ্য রাঘবই জানেন।