Shuvalay Majumdar: কানাডার রাজনীতিতে ভোট যুদ্ধে দাপুটে জয় বাঙালি বাড়ির সন্তান শুভালয়ের! নির্বাচিত হলেন সাংসদ

এবার কানাডার রাজনীতিতে বড়সড় সাফল্যের তাজ বাঙালি বাড়ির সন্তান শুভালয় মজুমদারের মাথায়। কানাডার ক্যালগেরি হেরিটেজ কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হয়েছেন সাংসদ। এই কেন্দ্রে সদ্য একটি উপনির্বাচন সংগঠিত হয়। আর সেখানেই জয়ী হন শুভালয়।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে কানাডায় ক্যালগেরি হেরিটেজ কেন্দ্র থেকে রাজনৈতিক প্রতিনিধি তথা সাংসদ (এমপি) বব বেনজেন রাজনীতি থেকে অবসর নেন। ফলে তাঁর শূন্য পদটি পূরণের জন্য সংগঠিত হয় উপনির্বাচন। আর সেখানেই ভোট যুদ্ধে জয়ী হন বাঙালি শুভালয়। জানা গিয়েছে, কনজারভেটিভ পার্টির সদস্য শুভালয় দুই তৃতীয়াংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সোমবার কানাডার স্থানীয় সময় রাতের দিকে এই ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। ভোটের ফলাফলে দেখা গিয়েছে, শুভালয়ের থেকে অনেকটাই পিছনে রয়েছেন শাসকদল লিবারাল পার্টির সদস্য। বহু পিছনে পড়ে গিয়েছেন নিউ ডেমোক্রেটিক পার্টির বহু সদস্য। প্রসঙ্গত, কানাডার রাজনীতিতে এই ক্যালগেরি হেরিটেজ কেন্দ্র বেশ প্রাসঙ্গিক। এই কেন্দ্র থেকে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের তৎকালীন প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার ছিলেন সেখানের সাংসদ। পরে কানাডার বর্তমান রাষ্ট্রনেতা জাস্টিন ট্রুডোর দলের কাছে হার্পারের কনজারভেটিভ পার্টি হেরে যেতেই, হার্পার ইস্তফা দেন। আর সেই কেন্দ্রে এবার কনজারভেটিভ পার্টির শুভালয় জয়ী হলেন।

( আরও পড়ুন- Mamata Video: ‘থ্যাঙ্কস টু আওয়ার প্রাইমমিনিস্টার, আমার মনে হয় INDIA নামটা ওনার পছন্দ হয়েছে’, বললেন দিদি  )

ইন্দো-কানাডিয়ান হিসাবে পরিচিত ভারতীয় বংশোদ্ভূত শুভালয় কলেজ জীবন থেকেই কানাডার সক্রিয় রাজনীতির অঙ্গ ছিলেন। বাঙালি ঘরে বড় হওয়া শুভালয় কর্মসূত্রে বহুকাল ছিলেন ইরাক, আফগানিস্তানে। জীবনের একটা বড় অংশ তিনি বিদেশ মন্ত্রকের বিভিন্ন দফতরে কর্মরত অবস্থায় ছিলেন। শুভালয়ের প্রাপ্তির ঝুলিতে রয়েছে ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের দেওয়া প্ল্যাটিনাম জুবিলি পদক। যুদ্ধবিধ্বস্ত ইরাক ও আফগানিস্তানে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে শুভালয়ের প্রচেষ্টা বহু মহল থেকে কুড়িয়েছে প্রশংসা। মানব পাচার রোধে শুভালয়ের কর্মোদ্যোগও পেয়েছে কুর্নিশ। তিনি দ্বিতীয় এলিজাবেথেরে গোল্ডেন জুবিলি পদকও পেয়েছেন। গত ১২ বছরে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের সঙ্গে বহু দায়িত্ব সামলেছেন শুভালয়। এছাড়াও কানাজার প্রাক্তন বিদেশমন্ত্রী জন বেয়ারের বিদেশনীতি বিষয়ক উপদেষ্টা ছিলেন শুভালয়।এদিকে, শুভালয়ের জয়ের সঙ্গে সঙ্গে কানাডার হাউস অফ কমনস-এ ভারতীয় বংশোদ্ভূত সাংসদদের সংখ্যা বেড়ে গেল। সেখানে মোট ভারতীয় বংশোদ্ভূত সাংসদের সখ্যা ২০।