SpiceJet Aircraft Fire Incident: রক্ষণাবেক্ষণের কাজের সময় স্পাইসজেট- এর বিমানে আগুন! অক্ষত কর্মীরা

চলছি ইঞ্জিন সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজ। তখনই ধরে যায় আগুন। দিল্লি বিমানবন্দরে স্পাইসজেটের বিমানে রক্ষণাবেক্ষণের কাজের সময় এই অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা সকলেই রয়েছেন নিরাপদে। এই তথ্য এয়ারলাইন্স কর্তৃপক্ষকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণ ঘিরে কিছু দেখভাল চলছিল বিমানে। সেই সময় উপস্থিত ইঞ্জিনিয়াররা লক্ষ্য করেন বিমানের একটি ইঞ্জিনে আগুন। সঙ্গে সঙ্গে দমকলকে ডাকা হয়। এদিকে, এই অগ্নিকাণ্ডের ঘটনা অন্য একটি বিমানের টেক্সিওয়ে থেকে ফোনে তুলে ধরেন এক যাত্রী। খুব কাছ থেকে তিনি দেখতে পান ওই বিমান থেকে কীভাবে ধোঁয়ার কুণ্ডলী দানা বাঁধছে। ডিজিসিএ সদ্যই স্পাইসজেটের থেকে তার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নজরদারি তুলে নিয়েছে। তারই মাঝে এভাবে বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে তোলপাড় তৈরি হয়। উল্লেখ্য, গত ২২ জুন এই এয়ারলাইন্সকে নিরাপত্তার তদারকি সংক্রান্ত ঘটনায় নজরদারিতে রেখেছিল ডিজিসিএ। তারপর জিডিসিএ দেশের বহু জায়গায় স্পাইসজেটকে ঘিরে নজরদারি ও পর্যবেক্ষণ চালায়। দেশের ১১ টি জায়গায় এয়ারলাইন্সের বিমানে ৫১ টি স্পট চেক সম্পন্ন হয় বলে জানা যায়।

( Viral Puzzles: এই অঙ্কের ধাঁধার কোড ক্র্যাক করতে পারবেন? ৫ মজাদার পাজেল রইল আপনার জন্য)

জিজিসিএর তরফে জানানো হয়েছে ২৩ টি এয়ারক্রাফ্টকে তারা তদারকি করেছে। তার ভিত্তিতে ৯৫ টি পর্যবেক্ষণ ডিজিসিএর টিম তুলে ধরেছে বলেও জানা যায়। ডিজিসিএর তরফে যে বিজ্ঞপ্তি এসেছে, তাতে বলা হয়েছে, ‘ বোয়িং৭৩৭ এবং বোম্বার্ডিয়ার ডিএইচসি কিউ-৪০০ ফ্লিটে ভারতের ১১টি স্থানে ৫১ টি স্পট চেক করা হয়েছিল, যেখানে মোট ২৩টি বিমান পরিদর্শন করা হয়েছিল এবং ডিজিসিএ দলগুলি দ্বারা ৯৫টি পর্যবেক্ষণ করা হয়েছিল।’ আর ঠিক সেই সমস্ত পর্বের পর যখন ডিজিসিএ নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে থেকে নজরদারি তুলে নেওয়ার ঘোষণা করেছে, সেই সময়ই এল এই ঘটনা।