East Bengal To Confer Bharat Gourav To Ratan Tata Tarun Basu Getting Lifetime Achievement Award

সৌমিত্র কুমার রায়, কলকাতা : ইস্টবেঙ্গলের (East Bengal) ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া হচ্ছে রতন টাটাকে। এবারে লাইফ টাইম অ্যাচিভমেন্ট (Life Time Achivement) পুরস্কার পাবেন তরুণ বসু। আগামী ১ অগাস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্টবেঙ্গলের ১০৪ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। সেখানেই বিভিন্ন বিভাগে সম্মান তুলে দেওয়া হবে।

পুরস্কার গ্রহণ করতে অশীতিপর রতন টাটা কলকাতায় আসবেন কি না, তা অবশ্য এখনও নিশ্চিত নয়। লাল-হলুদ ক্লাব কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, পুরস্কার দেওয়ার বিষয়টা ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানানো হলে গ্রহণ করার বিষয়ে উনি সম্মতি জানিয়েছেন। লাল-হলুদের প্রতিষ্টা দিবসের অনুষ্ঠানে উনি আসবেন কি না, তা নিয়ে নিশ্চিত করে কিছু জানননি। উনি আসতে পারলে আমরা খুবই খুশি হব। উনি যদি চান, তাহলে ক্লাবের পক্ষ থেকে গিয়ে ভারত গৌরব পুরস্কার ওঁর হাতে তুলে দিয়ে আসা হবে। লাল-হলুদ ক্লাব আগামী বছর নীতা আম্বানিকে ভারত গৌবর সম্মান দেবে বলেই জানিয়েছেন দেবব্রত সরকার।

আগামী ১ অগাস্ট ইস্টবেঙ্গলের প্রতিষ্টা দিবসে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার তুলে দেওয়া হবে তরুণ বসুর হাতে। ক্ষদিরাম অনুশীলন কেন্দ্রে হবে যে অনুষ্ঠান। লাল-হলুদের প্রতিষ্ঠা দিবসে গত বছরের সেরা ফুটবলারের সম্মান পাচ্ছেন ক্লিয়েটন সিলভা। পাশাপাশি বর্ষসেরা উঠতি ফুটবলারের পুরস্কার পাচ্ছেন মহেশ সিংহ নাওরেম। অঙ্কুর পাল পাচ্ছেন বর্ষসেরা ক্রিকেটারের সম্মান। 

আরও পড়ুন- কুলদীপে কাত ক্যারিবিয়ানরা , ১১৪ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ