Electrocuted death: বৃষ্টিতে ভেজা টোটোর ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু চালকের

মর্মান্তিক দুর্ঘটনা। টোটোর ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় মৃত্যু হল এক টোটো চালকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার পূর্ব বৃন্দাখালি এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত টোটো চালকের নাম বিশ্বনাথ সর্দার (৩৫)। ঘটনায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। টোটো চালকের এরকম মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে তাঁর পরিবারে।

আরও পড়ুন: বিদ্যুতের তার ছিঁড়ে পড়ল ধানজমিতে, মা মেয়ে সহ মৃত্যু চারজনের

পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ওই টোটো চালক প্রতিদিনকার মতোই ভোররাতে টোটোর ব্যাটারি চার্জ দিতে গিয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে তাঁর পরিবারের সদস্যরা দেখেন মেঝেতে পড়ে রয়েছেন বিশ্ব নাথ। কোনও সাড়াশব্দ না পেয়ে তাঁকে দ্রুত বারুইপুর হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের অনুমান, ব্যাটারি চার্জ দিতে গিয়ে কোনওভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বিশ্বনাথের। পরিবারের দাবি, প্রতিদিনই ভোরবেলায় টোটোর ব্যাটারি চার্জ দিতেন বিশ্বনাথ এবং সকালে টোটো নিয়ে বেরিয়ে পড়তেন। টোটো চালিয়ে যা আয় হতো তা দিয়ে কোনওভাবে চলত বিশ্বনাথের সংসার। পরিবারের একমাত্র রোজগেরের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিশ্বনাথ সকলের সঙ্গে ভালো ব্যবহার করতেন। সবসময় হাসিখুশিতে থাকতেন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকারগ্রস্ত গ্রামবাসীরা। পুলিশের অনুমান, টোটোর ব্যাটারি বৃষ্টিতে ভিজে গিয়েছিল। ফলে চার্জ দিতে গিয়ে কোনওভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে যান বিশ্বনাথ। তারজেরেই তাঁর মৃত্যু হয়। বিশ্বনাথের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারপরে বিশ্বনাথের মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামার রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, এই ধরনের ঘটনা এর আগে ঘটেছে। গত বছর একইভাবে দুর্ঘটনার শিকার হয়েছিলেন এক টোটো চালক। ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সেই টোটো চালকের মৃত্যু হয়েছিল। ঘটনাটি ঘটেছিল ন্যাজাট থানার তিন নম্বর বাউনিয়া গ্রামে। জানা যায়, ওই টোটো চালক ১০০০ ভোল্টের বিদ্যুতের লাইনে হুকিং করে টোটোর ব্যাটারি চার্জ দিতেন। বৃষ্টিতে ভিজে থাকা একটি লাঠি বিদ্যুতের তারে স্পর্শ করতেই  বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই টোটো চালকের মৃত্যু হয়।