India Vs Ireland Rohit Sharma Provides Big Update About Jasprit Bumrah’s Availability

বার্বাডোজ: গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের মাঝপথেই চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন ভারতের (Team India) তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তারপর থেকে প্রায় বছর খানেক হতে চলল, এখনও আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় দেখা যায়নি বুমরাকে। চোট সারানোর জন্য তিনি অস্ত্রোপ্রচারও করিয়েছেন। সামনেই বিশ্বকাপ। তাই সকল ভারতীয় অনুরাগীর মুখে মুখে এখন একটাই প্রশ্ন, কবে ফিরবেন বুমরা? এই বিষয়ে এবার অবশেষে মুখ খুললেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

দীর্ঘদিন ধরেই বুমরা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের রিহ্যাব চালাচ্ছেন। সম্প্রতি তিনি নিজের কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভারতীয় বোর্ডের তরফে বুমরার চোটের আপডেটও দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, বুমরা রিহ্যাবের একেবারে শেষ পর্যায়ে রয়েছেন। নেটে পুরোদমে বোলিংও শুরু করে দিয়েছেন তিনি। এবার কয়েকটি করে প্র্যাক্টিস ম্যাচ খেলবেন বুমরা। সেই ম্যাচের আয়োজন করবে এনসিএ-ই। বোর্ডের মেডিক্যাল দল বুমরার অগ্রগতিতে খুশি। প্র্য়াক্টিস ম্যাচে তাঁর বোলিং দেখে কবে তিনি মাঠে ফিরতে পারবেন, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

শোনা যাচ্ছে আসন্ন মাসে ভারতের আয়ারল্যান্ড সফরেই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে পারেন বুমরা। সেই বিষয়ে রোহিত নিশ্চিতভাবে কিছু না বললেও, তিনি আশা করছেন বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার তারকা ফাস্ট বোলার ম্যাচ ফিট হওয়ার জন্য যথেষ্ট সময় পাবেন। রোহিত বলেন, ‘ওর প্রচুর অভিজ্ঞতা রয়েছে যেটা দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ও বর্তমানে গুরুতর চোট কাটিয়ে ফেরার প্রক্রিয়ায় রয়েছে। আয়ারল্যান্ড সফরে ও খেলবে কি না আমি জানি না, কারণ ওই সফরের দল এখনও ঘোষণা করা হয়নি। ও যদি খেলতে পারে, তাহলে তো খুব ভালই হয়। আশা করছি ও বিশ্বকাপের আগে খেলতে পারবে। দীর্ঘ চোট আঘাতের পর কোনও খেলোয়াড় দলে ফিরলে ম্যাচ ফিটনেসটা ভীষণই জরুরি।’

রোহিত আরও জানান তিনি ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিরন্তর এনসিএ-র সঙ্গে বুমরার বিষয়ে যোগাযোগ করছেন। ‘ওর জন্য যে পরিকল্পনা তৈরি করা হয়েছে, তার পুরোটাই ওর ফিটনেসের ওপর নির্ভরশীল। আমরা নিরন্তর এনসিএ-র সঙ্গে যোগাযোগ রাখছি এবং সত্যি বলতে সবটা এখন বেশ ইতিবাচক দিকেই এগোচ্ছে’ জানান ভারতীয় অধিনায়ক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বার্বাডোজেই কপিল দেবের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার হাতছানি জাডেজার সামনে