Modi slams Opposition INDIA: ‘UPA-র ব্যর্থতা ধামাচাপা দিতেই…’ গান্ধী মন্ত্রে ‘INDIA’-র বিরুদ্ধে নয়া স্লোগান মোদীর

ফের এবকার বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটকে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী। রাজস্থানে বিজেপির এক জনসভায় বিরোধী জোটের নামকরণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি মহাত্মা গান্ধীর আন্দোলনের স্লোগান ‘ধার’ করে কংগ্রেস ও বিরোধীদের আক্রমণ শানান মোদী। আজ নরেন্দ্র মোদী বলেন, ‘মহাত্মা গান্ধী একবার স্লোগান দিয়েছিলেন – ভারত ছাড়ো – ‘ইংরেজ কুইট ইন্ডিয়া (ভারত ছাড়ো)’। ব্রিটিশদের দেশ ছাড়তে হয়েছিল। একইভাবে, আমরা একটি সমৃদ্ধ ভারত গড়ার সংকল্প নিয়েছি। মহাত্মা গান্ধী যেমন ‘ভারত ছাড়ো’ স্লোগান দিয়েছিলেন, আজকের মন্ত্র হল ‘দুর্নীতি কুইট ইন্ডিয়া’, ‘পরিবারতন্ত্র কুইট ইন্ডিয়া’, ‘তুষ্টিকরণ কুইট ইন্ডিয়া’। এই ‘কুইট ইন্ডিয়াই’ পারে আমাদের দেশকে বাঁচাতে।’

বিরোধীদের তোপ দেগে মোদী বলেন, ‘ইন্ডিয়ার লেবেল দিয়ে তারা তাদের পুরনো কাজগুলো, ইউপিএ জমানার কাজগুলোকে ধামাচাপা চায়। তারা যদি সত্যিই ভারতের কথা ভাবত, তাহলে কি তারা বিদেশিদের বলত ভারতে হস্তক্ষেপ করতে? তারা একবার স্লোগান দিয়েছিল ‘ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা।’ তখন জনগণ তাদের উপড়ে ফেলেছিল। এই অহংকারীরা আবারও সেই একই কাজ করেছে। তারা বলে ‘ইউপিএ ইজ ইন্ডিয়া’। ইন্ডিয়া ইজ ইউপিএ’। মানুষ আবার তাদের সাথে একই আচরণ করবে।’

সরাসরি কংগ্রেসকে আক্রমণ শানিয়ে মোদী বলেন, ‘কংগ্রেস একটি দিশাহীন দলে পরিণত হয়েছে। ঠিক আগেকার দিনের জালিয়াত কোম্পানিগুলোর মতো নাম পরিবর্তন করেছে কংগ্রেস এবং তার সহযোগীরা। তারা তাদের নাম পরিবর্তন করেছে যাতে তারা সেই দাগ মুছতে পারে, যা সন্ত্রাসের সামনে আত্মসমর্পণ করার পর তাদের গায়ে লেগেছিল। তারা দেশের শত্রুদের পথ অনুসরণ করছে। ইন্ডিয়া নামটি তাদের দেশপ্রেম দেখানোর জন্য নয় বরং দেশকে লুঠ করার উদ্দেশ্য ব্যবহার করছে।’

এদিকে রাজস্থানে মহিলাদের বিরুদ্ধে অপরাধ নিয়েও আজ সরব হয়েছিলেন নরেন্দ্র মোদী। দিল্লিতে যেখানে বিরোধী সাংসদরা মণিপুর ইস্যুতে সরব হয়েছেন, মোদীর বিবৃতির দাবি তুলেছেন। সেখানে আজ রাজস্থানে দাঁড়িয়ে সেই রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে সরব হলেন মোদী। উল্লেখ্য, এর আগে রাজ্যের নারী সুরক্ষার বেহাল দশা নিয়ে বিধানসভায় প্রশ্ন তুলেছিলেন বিধায়ক রাজেন্দ্র গুড়া। এরপর মন্ত্রিত্ব হারিয়েছিলেন তিনি। আর আজ প্রধানমন্ত্রী মোদী বললেন, ‘যথেষ্ট হয়েছে। এই পরিস্থিতি বদল হওয়া উচিত রাজস্থানে।’ এদিকে বিধানসভায় রাজেন্দ্র গুড়া এক লাল ডায়েরি তুলে ধরে দুর্নীতির অভিযোগ করেছিলেন। সেই ডায়েরির উল্লেখ করে আজ রাজস্থানের কংগ্রেস সরকারকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে আখ্যা দেন মোদী।