Visva Bharati University: অমর্ত্য সেনের সমর্থনে পোস্ট, SFI করা ছাত্রকে ‘সাসপেন্ড’ বিশ্বভারতীর

নোবেল জয়ী অমর্ত্য সেনের সঙ্গে জমি নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিতর্ক এখনও থামেনি। এ নিয়ে মামলা চলছে সিউড়ি আদালতে। তারই মধ্যে অমর্ত্য সেনের পক্ষ নিয়ে সোশ্যাল মাধ্যমে পোস্ট করায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে সাসপেন্ড করার অভিযোগ উঠেছে। এ নিয়ে আবারও বিতর্কে জড়িয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ওই পড়ুয়ার নাম সোমনাথ সৌ। তিনি বিশ্বভারতী পল্লিশিক্ষা ব্যবস্থাপনা কর্মসূচি বিভাগের স্নাতকোত্তর ছাত্র এবং এসএফআইয়ের সদস্য। বুধবার তাঁকে সাসপেন্ড করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: অমর্ত্য সেনের ‘জমি পুনরুদ্ধারে কেউ বাধা দিতে পারবে না’, হুঁশিয়ারি বিশ্বভারতীর

বিশ্ব বিদ্যালয় সূত্রের খবর, ওই ছাত্রের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। জানা গিয়েছে, সম্প্রতি অমর্ত্য সেনের পক্ষ নিয়ে সোশ্যাল মাধ্যমে পোস্ট করার পাশাপাশি বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা পোস্ট করেছিলেন সোমনাথ। সেই অভিযোগে ওই ছাত্রের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আর তারপরে তাঁকে সাসপেন্ড করা হল। কর্তৃপক্ষের দাবি, এর আগে বিভিন্ন ধরনের বিতর্কিত পোস্ট করেছেন ওই ছাত্র। তার পরেই সোমনাথের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি তৈরি করা হয়। সেই কমিটি তদন্তে জানতে পারে ওই ছাত্র বিতর্কিত পোস্ট করে নিয়ম লঙ্ঘন করেছেন। সেই কারণে একটি সেমেস্টারের জন্য ওই পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি তাঁকে শোকজ করা হয়েছে। যদিও ছাত্র-ছাত্রীদের একাংশের দাবি, কর্তৃপক্ষের বিরুদ্ধচারণ করার জন্যই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, সোমনাথকে তৃতীয় সেমিস্টারের জন্য সাসপেন্ড করা হয়েছে। তবে ছাত্র-ছাত্রীদের একাংশের দাবি, তৃতীয় সেমেস্টারে সাসপেন্ড করার মানেই তাঁর একটি বছর নষ্ট হয়ে যাওয়া। প্রতিবাদী পড়ুয়াকে শোকজ করায় ক্ষুব্ধ সোমনাথের দাবি, কলেজের বিরুদ্ধে তিনি মুখ খুলেছিলেন। সেই কারণেই শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাঁকে সাসপেন্ড করে প্রতিশোধ নিয়েচেন উপাচার্য। সোমনাথকে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সাসপেন্ড করা হয়েছে। সোমনাথের হুঁশিয়ারি, তিনি এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবেন। প্রয়োজনে তিনি আদালতের দ্বারস্থ হবেন। তাঁর মতে, একজন ছাত্র সোশ্যাল মাধ্যমে নিজের মতামত প্রকাশ করতেই পারে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় তাঁকে এভাবে সাসপেন্ড করতে পারে না। আপাতত এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।