‌‘‌দোষীদের ফাঁসি দেওয়া উচিত’‌, ক্ষুব্ধ রাজ্যপালের হুঁশিয়ারিতে তোলপাড় রাজ্য–রাজনীতি

এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের ক্রোধের বহিঃপ্রকাশ ঘটল। রাজ্যে একটা অসাধু চক্র মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাজারে চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। এই অভিযোগ এসেছে রাজ্যপালের কানেও। এবার এই অভিযোগ তিনি নিজেই সামনে নিয়ে এলেন। খোদ রাজ্যপালের মুখে এমন অভিযোগ শুনে রাজ্যবাসীও চিন্তায় পড়ে গিয়েছে। অনেকেই আতঙ্কিত যে, যেটা ওষুধ বলে খাওয়া হচ্ছে সেটা ভেজাল নয় তো?‌ ওই ওষুধ মেয়াদ উত্তীর্ণ নয় তো?‌ এমন সব প্রশ্ন উঠতে শুরু করেছে। সেখানে রাজ্যপালের মন্তব্য বাড়তি চিন্তায় ফেলেছে।

বিষয়টি ঠিক কী ঘটেছে? কোটি কোটি টাকার চক্র চলছে রাজ্যে। মানুষের আশপাশে এই চক্র চলছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর এডিসি’‌র মাধ্যমে এই সম্পর্কে তিনি একটি ইমেল পেয়েছেন বলে দাবি করেন। আজ, শুক্রবার সেই ইমেলের প্রেক্ষিতে মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই নিয়ে তদন্তের আশ্বাস পর্যন্ত দিয়েছেন রাজ্যপাল। এমনকী অভিযোগ সত্য হলে দোষীদের ফাঁসি দেওয়া উচিত বলে মন্তব্য তাঁর।‌ আজ রাজ্যপাল অভিযোগ করেন, ‘‌রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধকে পুনরায় ব্যবহারের অসাধু চক্র চলছে। এই সমস্ত ওষুধের উপর নতুন লেবেল সাঁটিয়ে সেগুলি বিক্রির জন্য পাঠানো হচ্ছে।’‌

আর কী জানা যাচ্ছে?‌ এমনিতেই রাজ্যপাল নানা বিষয়ে সক্রিয়। সেখানে এমন ভেজাল বা মেয়াদ উত্তীর্ণ ওষুধের কারবার নিয়ে অভিযোগ তোলায় গোটা রাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষ কেমন করে সঠিক ওষুধ চিনবেন তা নিয়ে ভাবনায় পড়েছেন। অসুখ হলে যে ওষুধ খেতে হচ্ছে তা মেয়াদ উত্তীর্ণ কিনা তা বোঝার উপায় নেই। কারণ রাজ্যপালের কথা অনুযায়ী, সেখানে নতুন লেবেল সাঁটিয়ে বাজারে ছাড়া হচ্ছে। এতে মানুষের প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। তবে এটা নিয়ে রাজ্যপালের কাছে ড্রাগ কন্ট্রোল প্রমাণ চাইতে পারে। রাজ্যপালের এডিসি কোন তথ্যপ্রমাণের উপর ভিত্তি করে ইমেল করেছেন তাও জানতে চাওয়া হতে পারে।

আরও পড়ুন:‌ ‘‌সংখ্যালঘু মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হোক’‌, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে হুমায়ুনের আর্জি

ঠিক কী বলেছেন রাজ্যপাল?‌ এই ইমেল পাওয়া এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাজারে চলছে বলে মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুধু তাই নয়, এই ঘটনায় তিনি নিজের ক্ষোভপ্রকাশ করেছেন। তাঁর কথায়, ‘‌রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধকে পুনরায় ব্যবহারের অসাধু চক্র চলছে। এই সমস্ত ওষুধের উপর নতুন লেবেল সাঁটিয়ে সেটা বিক্রির জন্য পাঠানো হচ্ছে। রাজ্যের বাজারে ছেয়ে গিয়েছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ। কোটি কোটি টাকার চক্র চলছে আপনার আশপাশে। অভিযোগ সত্য প্রমাণিত হলে দোষীদের ফাঁসি দেওয়া উচিত। কারণ এসবের সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের জীবন।’‌