Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতির চার্জশিটে অভিষেকের নাম, বিস্ফোরক দাবি EDর

নিয়োগ দুর্নীতিতে এবার সরাসরি জড়াল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে ইডি যে চার্জশিট পেশ করেছে তাতে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। শুধু তাই নয়, সুজয়কৃষ্ণ ভদ্র মানিক ভট্টাচার্যকে একাধিকবার কোন প্রার্থীদের নিয়োগ করতে হবে তার তালিকা পাঠিয়েছিলেন বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি। শুধু তাই নয়, কালীঘাটের কাকুর সংস্থা থেকে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসে টাকা গিয়েছে বলেও চার্জশিটে জানিয়েছে ED.

শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে ১২৬ পাতার চার্জশিট পেশ করে ইডি। চার্জশিটের ৭৫ নম্বর পাতায় অভিষেকের নাম উল্লেখ করেছেন তদন্তকারীরা। সেখানে তাঁরা জানিয়েছেন, অভিষেকের দফতরের পদস্থ কর্মী সুজয়কৃষ্ণ ভদ্র তৎকালীন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক ব্যাপার দেখভাল করতেন। ২০১২ ও ২০১৪ সালে কোন কোন প্রার্থীদের প্রাথমিকে নিয়োগ করতে হবে তার তালিকা সুজয়কৃষ্ণবাবুর ফোন থেকে পৌঁছেছে মানিক ভট্টাচার্যের ফোনে। ২০১৪ সালে ৩২৫ জনকে কারচুপি করে নিয়োগের যে অভিযোগ পর্ষদ ইতিমধ্যে স্বীকার করেছে সেই তালিকাও কালীঘাটের কাকুর কাছ থেকেই মানিক ভট্টাচার্যের ফোনে পৌঁছেছিল বলে জানিয়েছে ইডি। এমনকী সরকার বা শিক্ষা দফতরের কোনও কর্মী না হলেও শিক্ষা দফতরের অলিতে গলিতে সুজয়কৃষ্ণবাবুর অবাধ যাতায়াত ছিল বলে জানানো হয়েছে চার্জশিটে। অভিষেকের নির্দেশ মানিক ভট্টাচার্যের কাছে পৌঁছে দিতেন তিনিই। চার্জশিটে দাবি করেছে ইডি। 

চার্জশিটে ইডি আরও জানিয়েছে, ২০২০ সালে সুজয়কৃষ্ণ ভদ্রের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের একটি চুক্তি হয়। এর পর সুজয়কৃষ্ণর সংস্থা থেকে অভিষেকের সংস্থায় প্রায় ১ কোটি টাকা পাঠানো হয় বলে জানানো হয়েছে।

গত ২৬ জুলাই দুবাই গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে চোখের চিকিৎসা করাতে মার্কিন যুক্তরাষ্ট্র যাওয়ার কথা তাঁর। ওদিকে শুক্রবারই অভিষেকের বিরুদ্ধে জারি লুক আউট সার্কুলার প্রত্যাহার করতে ইডিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মধ্যেই প্রথমবার নিয়োগ দুর্নীতির চার্জশিটে উঠে এল অভিষেকের নাম।