IND Vs WI 1st ODI: Virat Kohli Takes One Handed Blinder To Dismiss Romario Shepherd

বার্বাডোজ: ভারত-ওয়েস্ট ইন্ডিজ় প্রথম ওয়ান ডে ম্যাচে (IND vs WI 1st ODI) দুর্দান্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। একপেশে ম্যাচে ২৭ ওভারের বেশি বাকি রেখে পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। এই ম্যাচে ভারতীয় ব্যাটিং লাইন আপে বেশ কিছু রদবদল ঘটে। ভারতের হয়ে ওপেন করতে নামেন ঈশান কিষাণ ও শুভমন গিল। অধিনায়ক রোহিত শর্মা সাত নম্বরে ব্যাট করতে নামেন। বিরাট কোহলি (Virat Kohli) তো ব্যাটিংয়ের সুযোগই পাননি। তবে তিনি ব্যাটিং করার সুযোগ না পেলেও, ফিল্ডিংয়ে এক দুর্দান্ত ক্যাচ ধরেন।

কোহলি মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ব্যাটার। তাঁর ব্যাটিং আট থেকে আশি, সকলেই মুগ্ধ। কিন্তু দুরন্ত ব্যাটার হওয়ার পাশাপাশি কোহলির ফিল্ডিং দক্ষতাও কিন্তু দারুণ। বার্বাডোজে ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ওয়ান ডে ম্যাচে ফের একবার ফিল্ডার কোহলির দক্ষতার প্রমাণ দেখল ক্রিকেটবিশ্ব। ম্যাচের ১৮তম ওভারে রবীন্দ্র জাডেজার বোলিংয়ে স্লিপে এক দুরন্ত ক্যাচ ধরেন। রোমারিও শেপার্ড জাডেজার বলে ড্রাইভ মারতে গিয়ে তাঁর বল কাণায় লাগে। স্লিপে দাঁড়িয়ে থাকা কোহলি ডান দিকে ঝাঁপিয়ে দুরন্তভাবে এক হাতে ক্যাচটি ধরেন। কোহলির এই দুরন্ত ক্যাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। তিনি দুই বলে শূন্য রানে সাজঘরে ফেরেন।

 

ম্যাচ শেষে এত পরে ব্যাটিং করতে নামার কারণ জিজ্ঞেস করলে রোহিত তরুণদের সুযোগ দেওয়ার বিষয়টিই তুলে ধরেন। নিজের কেরিয়ারের শুরুর দিকের স্মৃতিচারণ করে রোহিত বলেন, ‘আমরা তরুণ ক্রিকেটারদের ওয়ান ডেতে সুযোগ দিতে চেয়েছিলাম এবং এমন পরীক্ষা নিরীক্ষা আগেও চলবে। ওদের ১১৫ রানে অল আউট করার পর আমরা এটুকু পরীক্ষা করার জায়গায় ছিলাম। সবসময় তো আর এমন পরিস্থিতি থাকে না, আর ওদের এতটা সুযোগ দেওয়াও সম্ভব হয়ে উঠে না। আমি ভারতীয় দলের হয়ে নিজের অভিষেক ম্যাচে সাত নম্বরে ব্যাট করেছিলাম। আজ সেইদিনের কথা আবার মনে পড়ে গেল।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেন স্যামসনের জার্সি পরে মাঠে নেমেছিলেন সূর্য?