Abhishek Banerjee: রহস্যের সমাধান, বলে কয়েই বিদেশ গিয়েছেন অভিষেক, সুপ্রিম কোর্টে জানাল ED

অজ্ঞাতসারে নয়, বলে কয়েই বিদেশে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সুপ্রিম কোর্টে একথা স্বীকার করল ইডি। এমনকী বিদেশে যাওয়ার জন্য ইডি তাঁকে বিশেষ ছাড়পত্র দিয়েছেন বলেও জানান অতিরিক্ত সলিসিটর জেনারেল। এই ঘটনায় অভিষেকের বিদেশযাত্রা নিয়ে যে রহস্য তৈরি হয়েছিল তা একপ্রকার স্পষ্ট হল।

গত বুধবার সুপ্রিম কোর্টে ছিল অভিষেকের বিদেশযাত্রা সংক্রান্ত মামলার শুনানি। সেখানে বিচারপতি জানিয়েছিলেন, অভিষেক ও তাঁর স্ত্রী তদন্তে সব রকম সহযোগিতা করছেন। তাহলে তাঁদের বিদেশে যেতে দিতে সমস্যা কোথায়? সেই দিন সন্ধ্যাতেই কলকাতা ছাড়েন সস্ত্রীক অভিষেক। শুক্রবার ফের মামলাটির শুনানি থাকলেও অভিষেক কেন দেশ ছাড়লেন ও ইডি কেন তাঁকে বাধা দিল না তা নিয়ে নানা রকম জল্পনা ছড়ায়।

শুক্রবার মামলার শুনানিতে অতিরিক্ত সলিসিটর জেনারেল বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও লুক আউট সার্কুলার জারি রয়েছে। কিন্তু চিকিৎসা করাতে বিশেষযাত্রার আবেদন জানানোয় ২৬ জুলাই থেকে ২০ অগাস্ট পর্যন্ত তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে ইডি। এর পর বিচারক প্রশ্ন করেন, কাউকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়ে দিলে তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি রাখার তাৎপর্য কী? এর কোনও জবাব ছিল না ইডির আইনজীবীর কাছে। এর পরই অভিষেক ও রুজিরার বিরুদ্ধে জারি লুক আউট সার্কুলার প্রত্যাহারের নির্দেশ দেয় আদালত। তবে দেশ ছাড়ার ৭ দিন আগে তাঁদের জানাতে হবে ED-কে।

গত ৫ জুন দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইয়ের বিমানে ওঠার আগে অভিষেকের স্ত্রী রুজিরাকে আটকায় ইডি। জানানো হয়, তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি রয়েছে। বিমানবন্দরেই তাঁকে হাজিরার নোটিশ ধরায় ইডি। সেই নোটিশে হাজিরাও দেন রুজিরাদেবী।