Bangladesh Haj News: বাংলাদেশ থেকে হজ করতে গিয়ে ১১৭জনের মৃত্যু সৌদিতে, কতজন ফিরলেন?

হজযাত্রা সংক্রান্ত বিশেষ খবর। প্রথম আলোর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে চলতি বছরে সৌদি আরবে সব মিলিয়ে ১১৭জন বাংলাদেশি হজযাত্রী প্রাণ হারিয়েছেন।

প্রসঙ্গত এবার ১ লাখ ২২ হাজার ৮৮৪জন বাংলাদেশ থেকে হজযাত্রায় গিয়েছেন। সব মিলিয়ে ৩২৫টি ফ্লাইটে তাঁরা সৌদি আরবে গিয়েছেন। হজযাত্রীদের নিয়ে ২ রা জুলাই প্রথম বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।

তবে হজযাত্রায় গিয়ে বাংলাদেশি কতজন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের হজযাত্রী প্রাণ হারিয়েছেন তার তালিকা তুলে ধরা হয়েছে। হজ বুলেটিনে এই তথ্য় তুলে ধরা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এই তথ্য পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, চলতি বছরে সৌদি আরবে সব মিলিয়ে ১১৭জন বাংলাদেশি হজযাত্রী প্রাণ হারিয়েছেন। তার মধ্য়ে ৯১জন পুরুষ ও ২৬জন মহিলা।

এবার কোন জায়গায় কতজন মারা গিয়েছেন সেই তথ্য জানানো হয়েছে বুলেটিনে। মক্কায় মারা গিয়েছেন ৯৫জন, মদিনায় ৮জন, মিনায় ৯জন, জেদ্দায় ২জন, মুজদালিফায় ১জন হজযাত্রী মারা গিয়েছেন বলে খবর।

এবার জেনে নেওয়া যাক মোট কতজন হজযাত্রী হজযাত্রা শেষ করে বাংলাদেশে ফিরে এলেন? বৃহস্পতিবার পর্যন্ত সব মিলিয়ে ২৬০টি ফ্লাইটে করে ফিরে এসেছেন হজযাত্রীরা। সেই সংখ্য়াটি হল ৯৮ হাজার ৭৪৬জন। তারা বৃহস্পতিবার পর্যন্ত হজযাত্রা শেষ করে ফের বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। বিমান বাংলাদেশ এয়াললাইন্সের ১২৩টি বিমান, ফ্লাইনার্স বিমান সংস্থার ৪০টি ফ্লাইট ও সৌদি এয়ারলাইন্সের ৯৭টি ফ্লাইট এই কাজে ব্যবহার করা হয় বলে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর।