Bhuvneshwar Kumar: অবসর নিচ্ছেন ভুবনেশ্বর কুমার? ইনস্টাগ্রাম পোস্টে কীসের ইঙ্গিত?

<p style="text-align: justify;"><strong>লখনউ:</strong> গত বছর নভেম্বরে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। এই বছর <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে খেললেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। পারফরম্যান্স একদমই আশানুরুপ ছিল না। চলতি বছর বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির আওতায়ও রাখা হয়নি তাঁকে। এবার নিজের ইনস্টাগ্রামের বায়ো থেকে ‘ক্রিকেটার’ শব্দটি সরিয়ে ফেললেন ডানহাতি এই তারকা পেসার। ৩৩ বছরের পেসার এর আগে নিজের ইনস্টা বায়োতে ‘ভারতীয় ক্রিকেটার’ উল্লেখ করেছিলেন। তবে এখন ভুবির ইনস্টা বায়োতে আর তা দেখা যাচ্ছে না। তবে কি চুপিসারেই নিজের অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই পেসার।</p>
<p style="text-align: justify;">অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভুবির এই বায়ো থেকে ক্রিকেটার শব্দটি সরিয়ে দেওয়ায় অবাক হয়েছেন। কেউ লিখেছেন, "এটাই জীবন। চুপিসারে অবসরের সিদ্ধান্ত।” আবার কেউ লিখেছেন, ”ভুবি, আমি মনে করি তুমি খুব শক্তিশালী হয়ে কামব্যাক করবে। তোমার মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে দেশের হয়ে খেলার জন্য।”</p>