BJP Leader Resigned: ‘প্রধানমন্ত্রী ঘুমোচ্ছেন, এই দলে থাকা যায় না,’ মণিপুর ইস্যুতে ইস্তফা দিলেন বিজেপির শীর্ষ নেতা

স্নেহাশিস রায়

এবার মণিপুর ইস্যু ফাটল ধরাল বিজেপির অন্দরেই। বৃহস্পতিবার বিহারের বিজেপির মুখপাত্র বিনোদ শর্মা দল থেকে পদত্যাগ করলেন। কারণ তাঁর মতে এভাবে বিজেপিতে থাকা যায় না।

তিনি জানিয়ে দিয়েছেন, মণিপুরে প্রায় ৮০০-১০০০ লোকের সামনে নগ্ন অবস্থায় হাঁটানো হয়েছে মণিপুরের দুই নারীকে। এতে আন্তর্জাতিক মঞ্চে অপমানিত হয়েছে ভারত। আর তারপরেও মণিপুরের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে এমন শয়ে শয়ে ঘটনা হয়েছে। এটা আশ্চর্যের। শর্মা জানিয়েছেন, আমি বিজেপি থেকে পদত্যাগ করছি। খুব দুঃখের সঙ্গে এটা করতে হচ্ছে। মণিপুরের পরিস্থিতি ভারতের পক্ষে অপমানজনক।সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর।

কার্যত মণিপুরের ঘটনার জেরে ফের আরও একবার অস্বস্তি বাড়ল বিজেপির। দলের অন্দরের ফাটল চওড়া হল। তিনি জেপি নাড্ডা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে জানিয়েছেন, আগে কোথাও এই ঘটনা হয়নি। এখনও মোদী ঘুমোচ্ছেন। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহকে সরানোর মতো সাহস তাঁর নেই।

তিনি জানিয়েছেন, এনিয়ে আলোচনার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু সেসব মানা হয়নি। এরপর বুঝতে পেরেছি কেউ কথা শুনবে না। তারা এখন ক্ষমতার লোভে ছুটছেন। তারা আমাদের কন্যা, দেশের নাগরিকদের নিয়ে একেবারেই চিন্তিত নন।

 

এদিকে হাতগরম এই ইস্যুকে ছাড়তে রাজি নয় জেডিইউ। তাদের দাবি এই ঘটনায় বিজেপির একাংশও লজ্জিত। সরকারের এই আচরণে লজ্জা পাচ্ছেন বিজেপির একাংশও। শর্মার বক্তব্য তুলে ধরেছে জেডিইউ। সেখানে তিনি বলছেন, মণিপুরের রাস্তায় নগ্ন অবস্থায় হাঁটানো হয়েছে কন্যাদের। এতে বিশ্বের কাছে দেশের মাথা হেঁট হয়ে গিয়েছে। এর জন্য় বিজেপির মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ দায়ী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনিয়ে সাফাই দিচ্ছেন। আমি এমন নেতৃত্বের সঙ্গে কাজ করতে চাই না। আমি পার্টির সমস্ত পদ ও দল থেকে ইস্তফা দিচ্ছি। দলের অস্বস্তি বাড়িয়ে দিলেন তিনি।

এদিকে বিহারে একের পর এক ক্ষেত্রে বিপাকে পড়ছে বিজেপি। এবার একেবারে বিহারের দলীয় মুখপাত্রই পদত্যাগ করলেন।