CWC 2023: BCCI Secretary Jay Shah Confirms India Vs Pakistan Match Date To Be Changed

মুম্বই: আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপে (ICC Cricket World Cup 2023) ১৫ অক্টোবর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) দ্বৈরথ। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজিত হওয়ার কথা। তবে এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চিয়তা। কারণ ওইদিন নররাত্রি শুরু হচ্ছে। গুজরাতে এই সময় ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তারক্ষী আয়োজন করাটা বেশ চাপেরই। সেই কারণেই ম্যাচের দিনক্ষণ বদল থেকে ভেন্যু বদল, সব নিয়েই জল্পনা-কল্পনা চলছে। এবার এ নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।

জয় শাহ সাফ জানিয়ে দিচ্ছেন ভারত-পাকিস্তান ম্যাচ আমদাবাদেই খেলা হবে। চিরপ্রতিদ্বন্দ্বীদের মহাদ্বৈরথের জায়গা বদল হচ্ছে না। তবে নিরাপত্তাজনিত সমস্যা যাতে না হয়, সেই ম্যাচের দিনক্ষণে বদল ঘটতে চলেছে।  আগামী দুই, তিনদিনের মধ্যেই এই বিষয়ে সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে বলেও দাবি করছেন বিসিসিআই সচিব। অবশ্য এই বদলটা নিরাপত্তার অভাবের কারণে নয় বলেও দাবি করেছেন তিনি।

জয় শাহ রিপোর্টারদের বলেন, ‘তিন সদস্য সূচি বদলের জন্য আইসিসির কাছে অনুরোধ করেছে। শুধুমাত্র দিনক্ষণ বদলাবে, মাঠ কিন্তু বদলাচ্ছে না। দুইটি ম্যাচের আগে পাঁচ-ছয়দিনের ব্যবধান থাকলে, সেটাকে কমিয়ে আমরা চার-পাঁচদিন করার চেষ্টা করছি। আসন্ন তিন, চার দিনের মধ্যেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আইসিসির সঙ্গে কথাবার্তা বলেই সূচি বদল করা হবে।’ তিনি আরও যোগ করেন, ‘মাত্র কয়েকজন বোর্ড সদস্যই আইসিসির কাছে আবেদন করেছে। শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নিরাপত্তা দেওয়াটা কোনও বিষয় নয়।’

মনে করা হচ্ছিল যে ভারত-পাকিস্তানের ম্যাচটি বোর্ড একদিন এগিয়ে আনতে চলেছে। অর্থাৎ সপ্তহান্তের শুরুতে, শনিবার ১৪ অক্টোবর ম্যাচ খেলা হতে পারে। তবে গোটাটাই জল্পনার পর্যায়ে রয়েছে, এই বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। এই মেগাডুয়েলের দিনক্ষণ বদলালে মহাবিপাকে পড়তে চলেছেন অনেক অনুরাগীই। ইতিমধ্যেই অনেকেই হোটেল বুকিং থেকে বিমানের টিকিট সবই কেটে ফেলেছেন। সেই ক্রিকেটপ্রেমীদের এই ম্যাচের দিন বদলালে তাই চাপে পড়তে হবে। শেষ পর্যন্ত কী হয় না হয়, তা সময়ই বলবে কিন্তু এই নিয়ে যে জল্পনা তুঙ্গে, তা বলাই বাহুল্য।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতেই বিশ্বরেকর্ড গড়লেন কুলদীপ, জাডেজা