IND Vs WI 1st ODI: Kuldeep Yadav Reveals His Success Mantra After Man Of The Match Winning Performance

বার্বাডোজ: ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে (IND vs WI 1st ODI) কুলদীপের (Kuldeep Yadav) ভেল্কিতে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ়। মাত্র তিন ওভারে বল করেই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে ধস নামান কুলদীপ যাদব। প্রথম ওয়ান ডেতে তাঁর বোলিং পরিসংখ্যান তিন ওভারে দু’টি মেডেন, ছয় রানের বিনিময়ে চার উইকেট। তাঁকেই দুরন্ত বোলিং করার জন্য ম্যাচের সেরা ঘোষণা করা হয়। নিজের বোলিং সাফল্যের রহস্য খোলসা করতে গিয়ে কুলদীপ কিন্তু সঠিক লাইন এবং লেংথে বোলিং করাকেই কৃতিত্ব দিচ্ছেন।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুলদীপ বলেন, ‘মুকেশ, শার্দুল এবং হার্দিক, ফাস্ট বোলাররা সকলেই কিন্তু খুব ভাল বোলিং করেছেন। আমি এবং জাড্ডুও (রবীন্দ্র জাডেজা) দুর্দান্ত বোলিং করেছি। আমরা সঠিক লেংথে বলটা করেছি। এই উইকেটে এইটাই তো জরুরি।’ এরপরে তিনি আরও যোগ করেন, ‘আমি নিজের ছন্দ বজায় রাখার চেষ্টা করছি, সঠিক লাইন, লেংথ বজায় রাখার দিকে লক্ষ্য রাখছি। প্রথমে তো দেখে মনে হয়েছিল এই উইকেটটা সিমারদের স্বর্গ। সেখানে আমরা দুই স্পিনার সাত উইকেট নিতে পারায় খুবই খুশি। আর দলে প্রতিযোগিতা থাকাটা তো ভাল বিষয়। চাহালের মতো সিনিয়র যখন দল থাকে, তখন তো ভালই হয়। ও আমায় অনেক উপদেশ দেয় এবং আমরা একে অপরের পাশাপাশি খেলতে পছন্দও করি।’

প্রসঙ্গত, এই ম্যাচে কুলদীপ যাদবের তিন উইকেটের পাশাপাশি রবীন্দ্র জাডেজাও বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন। নিজের ছয় ওভারে ৩৭ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন ভারতের তারকা অলরাউন্ডার। কুলদীপ ও জাডেজা এই দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই নতুন ইতিহাসও গড়ে ফেললেন। দুই স্পিনার মিলিয়ে এই ম্যাচে মোট সাত উইকেট নেন যা। এর আগে কোনও বাঁ-হাতি স্পিন জুটি একটি ওয়ান ডেতে এতগুলি উইকেট নিতে সক্ষম হয়নি। সেই পরিপ্রেক্ষিতে ইতিহাসের পাতায় নাম তুললেন ভারতীয় তারকারা।

 

রবীন্দ্র জাডেজা কিন্তু এদিন তিন উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই আরও একটি রেকর্ড নিজের নামে করেন। তিনিই বর্তমানে ভারত-ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে দ্বৈরথে সর্বাধিক উইকেটশিকারী। জাডেজার দখলে বর্তমানে ৪৪ উইকেট রয়েছে।

আরও পড়ুন: গতিতে বলটা সুইং করাতে পারে, মুকেশের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় অধিনায়ক রোহিত