Indian Railways: ৯০ মিনিট আগে স্টেশনে এসে গেল ট্রেন, ছেড়ে গেল ৫ মিনিটের মাথায়! চড়তে পারলেন না ৪৫ জন যাত্রী,শোরগোল

প্ল্যাটফর্মে পৌঁছেও ট্রেন ‘লেট’ করায় অনেক সময়ই ব্যাপক বিরক্ত হন বহু যাত্রী। কখনও আবার ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা ট্রেন দেরি করায় প্রবল বিপাকে পড়ে যান। এমন নানান ধরনের অভিযোগ ভারতীয় রেলের বিরুদ্ধে প্রায়ই শোনা যায়। তবে এবার অভিযোগ অন্য! আর বিপত্তিও অন্যরকমের! 

ঘটনা মহারাষ্ট্রের নাসিকের মানমাদ এলাকার। সেখানে ভাস্কোদা গামা-হজরত নিজামুদ্দিন এক্সপ্রেস ঘিরে ঘটে গিয়েছে তুলকালাম কাণ্ড। অভিযোগ, ট্রেন ৯০ মিনিট আগে স্টেশনে এসে গিয়ে তা ৫ মিনিটের মাথায় ছেড়ে চলে যায়। ফলে ট্রেনে উঠতে পারেননি ৪৫ জন। ট্রেন আসার সঠিক সময় ছিল ১০ টা ৩৫ মিনিট। আর তা স্টেশনে এসে পৌঁছয় ৯.০৫ মিনিটে। ততক্ষণে স্টেশনে বহু যাত্রীই পৌঁছতে পারেননি। ফলে তাঁরা ট্রেনে চড়তে পারেননি। এদিকে, ৯০ মিনিট আগে আসা এক্সপ্রেস ট্রেন, মানমাদ স্টেশন ছেড়ে ৫ মিনিটের মধ্যেই চলে যায়। দিল্লিগামী ওই ট্রেনে বহু দূরের গন্তব্যে যাত্রীরা মূলত সফর করেন। আর তাঁঁরা অনেকেই বিপাকে পড়ে যান এই ঘটনার জেরে। জানা যাচ্ছে, ট্রেনের যাত্রীরা ৯.৪৫ মিনিট নাগাদ সেদিন  যখন স্টেশনে আসেন, তখন দেখেন, ট্রেন চলে গিয়েছে। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। ক্ষুব্ধ যাত্রীরা স্টেশন ম্যানেজারের ঘরে গিয়ে ক্ষভ উগরে দেন। দাবি করেন, তাঁদের জন্য অন্য কোনও আয়োজন করা হোক। সেন্ট্রাল রেলের তরফে পিটিআইকে জানানো হয়েছে, এই ঘটনা রেলের তরফে জনৈকি স্টাফের ত্রুটি। গোটা ঘটনায় একটি তদন্ত কমিটি বসানো হয়েছে। পরে ওই ট্রেনের ক্ষতিগ্রস্ত যাত্রীরা গীতাঞ্জলি এক্সপ্রেসে রওনা হন। যদিও এই এক্সপ্রেসের মানমাদে দাঁড়ানোর কথা ছিল না। তারপর তাঁরা সেই ট্রেনে চড়ে যান  জলগাঁওতে। অন্যদিকে, জলগাঁওতে গোয়া এক্সপ্রেসকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। সেই গোয়া এক্সপ্রেসে চড়ে তাঁরা পরে রওনা হন।

এদিকে, ট্রেনের দেরি হওয়ার ঘটনা ঘিরে তুমুল হইচই হয় সদ্য উত্তর প্রদেশে। এলাহাবাদ কোর্টের বিচারপতি গৌতম চৌধরী যে ট্রেনে যাচ্ছিলেন সেই ট্রেনের দেরি হয়েছিল। ট্রেনের কেন দেরি হয়েছিল, তা নিয়ে এলাহাবাদ হাইকোর্টের রেজিস্টারারের তরফে চিঠি যায় রেলের কাছে। বিচারপতি যেখানে সওয়ার সেখানে ট্রেনের দেরি হওয়ার ঘটনায় এলাহাবাদ হাইকোর্টের তরফে রেজিস্টারার কার্যত অসন্তোষ জানান। এদিকে, এইভাবে রেলকে চিঠি পাঠানোর কাণ্ডে ক্ষোভ জাহির করেন দেশের সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।