অটোরিকশার শোরুমে বিস্ফোরণ, একই পরিবারের ১২ জনসহ আহত ১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় মুসকান মোটরস নামের ব্যাটারিচালিত অটোরিকশার শোরুমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কাশিপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে অটোরিকশা শোরুমে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শ্রমিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া শোরুমটির দুই পাশের দেয়াল পুরোটা ধসে গেছে। সিলিং ফ্যানগুলো দুমড়েমুচড়ে গেছে। পুরো শোরুম ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আহত কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- শোরুমের পাশের ক্ষতিগ্রস্ত ভবনের মালিক সিরাজুল হক (৭০), তার স্ত্রী রোকসানা বেগম (৫০), তাদের তিন ছেলে সুমন হক (৪০), মাসুদ (৩৩) ও রাসেল (৩৫), মাসুদের অন্তঃসত্ত্বা স্ত্রী সুমাইয়া আক্তার, রাসেলের স্ত্রী দোলা আক্তার, সুমনের স্ত্রী বিথি আক্তার, ছেলে আবু সুফিয়ান (১২), মেয়ে আরফা মনি, মাসুদের ছেলে আবু বকর সিদ্দিক (৩), রাসেলের ছেলে আরফান (৪) ও নির্মাণ শ্রমিক পল্টু (৪০)। তাৎক্ষণিকভাবে বাকি আহতদের নাম পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের খবর পায়নি। 

তিনি আরও বলেন, একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের নিচতলায় ব্যাটারিচালিত অটোরিকশা অ্যাসেম্বল এবং বিক্রি করা হয়। প্রতিষ্ঠানটির ভেতরে অসংখ্য ব্যাটারি রয়েছে। এসব ব্যাটারি থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে নিশ্চিত কারণ বলা সম্ভব হবে।