‘‌দ্রুত সুস্থ হয়ে উঠবেন’‌, বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী–রাজ্যপাল

আজ, শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন আলিপুরের বেসরকারি হাসপাতালের ৫১৬ নম্বর কেবিনে আইসিইউ–তে ভর্তি রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তবে তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। তাই বুদ্ধদেব ভট্টাচার্যের রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে সি–প্যাপ সাপোর্ট দেওয়া হয়েছে। মেডিক্যাল টিমে আছেন—পালমোনোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ এবং মেডিসিনের চিকিৎসকরা। তাঁকে দেখতে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে সিপিএমের শীর্ষ নেতারাও সেখানে ছুটেছেন বলে খবর। বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতা এবং হাসপাতালে ভর্তি নিয়ে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘আমরা অসুস্থতার কথা জানি। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ। আজ সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। আমরা এই বিষয়ে কোনও ঝুঁকি নিতে চাইছি না।’‌ বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা শুরু থেকেই করে আসছেন চিকিৎসক কৌশিক চক্রবর্তী। তিনিও রয়েছেন বেসরকারি হাসপাতালের গঠিত মেডিক্যাল বোর্ডে। বুদ্ধবাবুকে দেখতে আলিপুরের বেসরকারি হাসপাতালের দিকে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেও অসুস্থ বুদ্ধদেবকে দেখতে তাঁর পাম অ্যাভিনিউর বাড়িতে দেখতে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

অন্যদিকে আজ যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের অ্যাম্বুল্যান্স পৌঁছয় পাম অ্যাভিনিউয়ের বাড়িতে। দু’‌জন চিকিৎসক–সহ মোট চারজন ছিলেন অ্যাম্বুল্যান্সে। অ্যাম্বল্যান্সে তুলে পাইলট কার সামনে রেখে গ্রিন করিডর করে বালিগঞ্জের বাড়ি থেকে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টের অসুখে ভুগছেন বুদ্ধদেব ভট্টাচার্য। করোনাভাইরাসে আক্রান্তও হয়েছিলেন তিনি। মাঝে বেশ কয়েকবার স্বাস্থ্যের অবনতির জেরে তাঁকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আরও পড়ুন:‌ মাছ ধরতে গিয়ে জালে উঠল পঞ্চায়েতের ব্যালট পেপার ভর্তি বাক্স, করণদিঘীতে চাঞ্চল্য

আরও পড়ুন:‌ অনেকটাই স্থিতিশীল বুদ্ধদেববাবু, চলছে চিকিৎসা’

রাজ্যপাল বুদ্ধবাবুর অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘‌রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করছি। উনি একজন নেতা। আমার খুবই চিন্তা হচ্ছে। উনি হাসপাতালে ভর্তি হয়েছেন জানার পর থেকেই খুবই উদ্বেগে রয়েছি। আমরা নিশ্চিত উনি দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরবেন। আমরা তাঁর জন্য প্রার্থনা করব। উনি খুবই ভাল ডাক্তারদের হাতে রয়েছেন। উনি ভাল চিকিৎসা পাবেন। আমরা আশা করছি খুব দ্রুত উনি সুস্থ হয়ে উঠবেন।’‌ ইতিমধ্যেই টেলিফোন করে নিজের পূর্বসূরির খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালেও যাচ্ছেন। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলে জানিয়েছেন দলের প্রবীণ নেতা রবীন দেব। বুদ্ধবাবুর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধবাবুর সঙ্গে হাসপাতালে রয়েছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য এবং কন্যা সুচেতনা।