পুরুলিয়ার পথে সপরিবারে দুর্ঘটনায় কলকাতার চিকিৎসক, মৃত ১ সড়ক নির্মাণ কর্মী

পুরুলিয়ায় বেড়াতে যাওয়ার পথে সপরিবারে দুর্ঘটনার কবলে পড়লেন কলকাতার এক চিকিৎসক। পূর্ব বর্ধমান জেলার জৌগ্রাম উড়ালপুলের কাছে ১৯ নং জাতীয় সড়কে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পেলোডারে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় সড়ক সম্প্রসারণের কাজে যুক্ত এক কর্মী মারা গিয়েছেন। আহত চালক সহ চিকিৎসকের পরিবারের ছ’জন।

পুলিশ জানিয়েছে, পুরুলিয়া যাওয়ার সময় চিকিৎসকের গাড়িটি জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে থাকা একটি পেলোডারে ধাক্কা মারে। গাড়ির সামনের দিকেটা দুমড়ে-মুচড়ে যায়। সেই সময় পেলোডারের কাছে সম্প্রসারণের কাজে যুক্ত এক কর্মী কর্মরত ছিলেন। সেখানে তীব্র গতিতে আসা গাড়ির ধাক্কায় তিনিও আহত হন। আহত সাতজনকে উদ্ধার করে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সম্প্রসারণের কাজে যুক্ত এক কর্মী তরুণ মান্নাকে মৃত বলে ঘোষণা করেন।

(পড়তে পারেন। বৈদ্যবাটির একাধিক বাড়িতে দেখা দিল ফাটল, হালিশহরের রাস্তায় ধস, কী বলছে পুরসভা?‌‌)

চিকিৎসক সায়ানাভ সাহা বিশ্বাস তাঁর পরিবারকে নিয়ে দমদমের পাইকপাড়া থেকে পুরুলিয়া বেড়াতে যাচ্ছিলেন। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে জাতীয় সড়কের জৌগ্রাম ব্রিজের কাছে একটি পেলোডারে। আহত শোবোলিনা সাহা বিশ্বাস এই দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, ‘কলকাতা থেকে পুরুলিয়ার দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। পরিবারের সকলেই এই গাড়িতে ছিলেন। বেশ জোরেরই গাড়িটি চলছিল। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পেলোডারে ধাক্কা মারে। আমরা এদিক ওদিক ছিটকে পড়ে যাই।

এক প্রত্যক্ষদর্শীর কথায়,’গাড়িটি খুব জোরে এসে ধাক্কা মারে। এত দ্রুত এটা হয় যে রাস্তা সম্প্রসারণ কর্মী তরুণ মান্না সেখান থেকে সরে যাওয়ার সময় পাননি।’

(পড়তে পারে। মমতা তো বলেছেন, কীভাবে ভাঙড় ও কাশীপুরের ট্র্যাফিক নিয়ন্ত্রণ? খতিয়ে দেখল পুলিশ)

প্রসঙ্গত, ২০২২ সালের শেষের দিকে থেকে ১৯ নম্বর জাতীয় সড়কে উড়ালপুল তৈরি ও সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়। ওই এলাকায় প্রায়শই দুর্ঘটনা হয়। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে সড়ক সম্প্রসারণের কাজ শেষ করার দাবি তুলেছেন।