রাজনীতির নামে অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘করোনার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। এখন সে অবস্থা কাটিয়ে উঠছি। নভেম্বরের মধ্যে পাঠ্যসূচি ও পরীক্ষাসহ সব কার্যক্রম শেষ করতে চাইছি আমরা। এই সময়ে রাজনীতির নামে অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে দেশব্যাপী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। তাই সব রাজনৈতিক দল দায়িত্বশীলতার সঙ্গে বিষয়টি বিবেচনা করবে বলে আশা করছি।’

শনিবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর শেষে এসব কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের জীবন জিম্মি করে কোনও রাজনৈতিক দল যেন ফায়দা তোলার অপচেষ্টা না করে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘রাজনীতির মাঠে রাজনীতি থাকবে, রাজনীতি মানে অরাজকতা নয়। সামনে নির্বাচন। নির্বাচনে সবাই অংশগ্রহণ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব বিষয় মীমাংসা করা সম্ভব।’

অনুষ্ঠানে ৮২ জন সাংবাদিকের মাঝে ১৭ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র (বাদল), চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রমুখ।