England Cricketers Swap Jerseys In Support Of Dementia Patients

ওভাল: অ্যাশেজের (Ashes 2023) শেষ ম্যাচ শুরু হয়ে গিয়েছে। দ্য ওভালে ২ দল মাঠে নেমেছে। ম্যাচের তৃতীয় দিন এক অভিনব উদ্যোগ নিল ইংল্যান্ড শিবির। ডিমেনশিয়ায় ( Dementia Patients) আক্রান্তদের পাশে দাঁড়াতেই নাকি এই উদ্যোগ। কিন্তু তা কী? দেখা গেল ফিল্ডিংয়ে নেমেছেন ইংল্যান্ডের প্লেয়াররা। কিন্তু কেউ নিজেদের জার্সি পরে মাঠে নামেননি। বেয়ারস্টোর জার্সি পরেছেন স্টোকস। ব্রডের জার্সি পরেছেন অ্যান্ডারসন। উডের জার্সি পরেছেন রুট। ওকসের জার্সি পরেছেন আলি। ডিমেনশিয়া রোগ ও এই নিয়ে সচেতনতা বৃদ্ধিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

এই ডিমেনশিয়া আসলে কী? এই রোগটি এমন অদ্ভুত ধরণের, এর ফলে কোনও মানুষ সবকিছুই ভুলে যান। নিজের পরিচিত মানুষদেরও ভুলে যান। সেই মানুষদেরই পাশে দাঁড়িয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপের টিকিট বিক্রি কবে থেকে?

চলতি বছরের শেষে ভারতের মাটিতে বসছে ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর। ২০১১ সালের পর ফের একবার উপমহাদেশে ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট। আগামী ১০ আগস্ট থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপের টিকিট বিক্রি। অনলাইনে টিকিট বিক্রি করা হবে। কিন্তু এবার শুধু অনলাইনের টিকিট দেখিয়ে মাঠে ঢোকা যাবে না। যাঁরা যাঁরা বিশ্বকাপের ম্যাচ দেখতে আসবেন, তাঁদের সেই সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ছাপা টিকিটও সংগ্রহ করতে হবে, শুক্রবার এমনটাই জানিয়ে দিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। এই বিষয়ে বিসিসিআইয়ের তরফে রাজ্য় ক্রিকেট সংস্থার কাছে টিকিটের দাম প্রসঙ্গেও জানতে চাওয়া হয়েছে। সূত্রের খবর, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সব রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে টিকিটের দাম কত রাখা হবে, তা জানতে চাওয়া হয়েছে।

আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপে  ১৫ অক্টোবর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) দ্বৈরথ। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজিত হওয়ার কথা। তবে এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চিয়তা। কারণ ওইদিন নররাত্রি শুরু হচ্ছে। গুজরাতে এই সময় ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তারক্ষী আয়োজন করাটা বেশ চাপেরই। সেই কারণেই ম্যাচের দিনক্ষণ বদল থেকে ভেন্যু বদল, সব নিয়েই জল্পনা-কল্পনা চলছে। এবার এ নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।