Mumbai Chabad House: সন্দেহভাজন জঙ্গিদের কাছে মুম্বইয়ের বিশেষ জায়গার ছবি, বড় নাশকতার ছক?

বিনয় ডালভি

মুম্বইয়ের কোলাবার সেই ছাবাড় হাউসের কথা মনে আছে? ২৬-১১ এর মুম্বই হামলার অন্য়তম টার্গেট ছিল এটা। আর সম্প্রতি ধৃত দুই সন্দেহভাজনের কাছে মিলল সেই হাউসের গুগল ইমেজ। আপাতত ওই পার্সি কমিউনিটি সেন্টারটিকে সুরক্ষিত রাখার ব্যাপারে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ওই দুই ব্যক্তিকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছিল। তারা রাজস্থানে হামলার ছক তৈরি করছিল বলে অভিযোগ।

মহারাষ্ট্রের অ্যান্টি টেররিজম স্কোয়াড অভিযুক্তদের কাছ থেকে একাধিক ছবি পেয়েছে। সেখানেই কোলাবার ওই ছাবাড় হাউসের ছবি রয়েছে। এরপর থেকেই এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এমনকী বৃহস্পতিবার এনিয়ে মক ড্রিল করা হয় বলেও খবর।

ধৃতদের নাম মহম্মদ ইমরান ওরফে মহম্মদ ইউনুস খান(২৩), ও মহম্মহ ইউনুস মহম্মদ ইয়াকুব সাকি(২৪)। তাদের বাড়ি মধ্য়প্রদেশে। পুলিশ তাদের কাছ থেকে কম্পিউটার, ল্যাপটপ, পেন ড্রাইভ পেয়েছে। হার্ড ডিস্কও পেয়েছে তাদের কাছ থেকে। প্রাথমিক তদন্তে এটিএসের কাছে খবর, নাশকতার নানা পদ্ধতি তাদের জানা রয়েছে। তাদের ঘর থেকে সাদা পাউডার পাওয়া গিয়েছে। যেগুলি বিস্ফোরণ করার জন্য আনা হয়েছিল বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, তাদের কাছ থেকে কোলাবার গুগল ইমেজ মিলেছে। তাদের বিস্তারিত ছক ও প্রয়োজনীয় কোন পদক্ষেপ তারা নিতে যাচ্ছিল তার বিবরণ মিলেছে। পুনে আদালতে ওই অভিযুক্তদের ১৪ দিনের হেফাজতের জন্য় আবেদন করেছিলেন তদন্তকারীরা। আগামী ৫ অগস্ট পর্যন্ত তাদের এটিএস হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

আদালতে জানানো হয়েছে, ওই অভিযুক্তরা দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত। এনআইএ তাদের খুঁজছিল। তারা দেড় বছর ধরে পুনেতে লুকিয়ে ছিল। এটিএস আদালতে জানিয়েছে ওখানে লুকিয়ে থাকার ব্যাপারে কারা তাদের সাহায্য করত, কেন তারা ওখানে লুকিয়ে ছিল, তাদের ছক কী ছিল সবটা খতিয়ে দেখা হচ্ছে।

কিন্তু সন্দেহভাজনদের কাছে এভাবে ছাবার হাউসের ছবি পাওয়াকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে। অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে। নাশকতার ছক তাদের ছিল কি না সেটাও দেখা হচ্ছে।