Nestle Investment: ভারতে ৪২০০ কোটি বিনিয়োগ করবে নেসলে, বাংলার পাশের রাজ্যেই ঢালছে ৯০০ কোটি, কফি-চকোলেটে নজর

এবার ভারতে বড় বিনিয়োগ করতে চলেছে নেসলে। ২০২৫ সালের মধ্যে নেসলে ইন্ডিয়া লিমিটেড সব মিলিয়ে প্রায় ৪২০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। মিন্টের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ওই কোম্পানি মূলত নুডলস, কফি ও চকোলেট তৈরির ইউনিট বৃদ্ধি করতে চাইছে। কোম্পানির ভারতীয় প্রধান জানিয়েছেন, দেশে এই ধরনের সামগ্রীর ভালো বাজার রয়েছে। সেকারণেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

শুক্রবার নেসলের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সুরেশ নারায়ণন জানিয়েছেন, ২০২০ সাল থেকে ২০২৩ সালের প্রথম ধাপ পর্যন্ত যদি আমরা খেয়াল করি তবে দেখতে পাব ২১০০ কোটি টাকা আমরা বিনিয়োগ করেছি। মূলত ইউনিটগুলির সম্প্রসারণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবার ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সব মিলিয়ে ৪২০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। ওড়িশায় নতুন কারখানায় এই বিনিয়োগ হবে। সেখানে প্রায় ৯০০ কোটি টাকা বিনিয়োগ হতে পারে। জানিয়েছেন নেসলের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সুরেশ নারায়ণন।

এর আগে ওড়িশার ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন নেসলের কারখানা তৈরির ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল। সেখানে প্রায় ৮৯৪ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এটা হবে ভারতে নেসলের দশম কারখানা। সেখানে মূলত নুডলস, চকোলেট, কেক জাতীয় সামগ্রী তৈরি হবে। মোটামুটি আগামী দু বছরের মধ্যে সেখানে কারখানা তৈরি হয়ে যাবে ও উৎপাদ শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।

সেই সঙ্গেই জানা গিয়েছে ২০২৫ সালের মধ্য়ে ভারতে উৎপাদন বাড়াতে চাইছে নেসলে ইন্ডিয়া। নতুন নতুুন চাহিদার রাস্তা তৈরি হচ্ছে ভারতে। ভারতের সেই বিপুল সম্ভাবনাময় বাজারকে ধরতে একেবারে জোরকদমে নেমে পড়েছে নেসলে ইন্ডিয়া। ২০২৫ সালের মধ্য়ে নেসলে ইন্ডিয়া ভারতে প্রায় ৫০০০ কোটি টাকা বিনিয়োগ করতে পারে বলে খবর।

নেসলের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সুরেশ নারায়ণন জানিয়েছেন, মোটামুটি দুটি তিনটি ক্ষেত্রতে এই বিনিয়োগ করা হবে। তার মধ্য়ে একটা বড় বিনিয়োগ হবে ওড়িশার নতুন কারখানায়। কফি ও অন্যান্য পানীয় তৈরির ক্ষেত্রেও বিনিয়োগ করা হবে। গুজরাটের সানন্দে তৃতীয় ও চতুর্থ পর্যায়ের বিনিয়োগ করা হবে। মোগা, পোন্ডার চকোলেট কারখানাতেও বিনিয়োগ করা হবে।

এদিকে বৃহস্পতিবার দেখা গিয়েছে, নেসলে ইন্ডিয়ার লাভ ৩৭ শতাংশ বেড়ে গিয়েছে। জুন কোয়ার্টারে রেভিনিউ ১৫ শতাংশ বেড়েছে।