Message of Anju: ‘তোমাদের মেয়ে মারা গিয়েছে,’ ভারত থেকে পালিয়ে পাকিস্তানে বিয়ে করা অঞ্জু লিখলেন বাবাকে

পাকিস্তানি প্রেমিক নাসরুল্লাহকে বিয়ে করবে বলে পাকিস্তানে চলে গিয়েছিলেন ভারতীয় অঞ্জু। সেখানে নাকি নিকাহ করেছেন তিনি। রাজস্থানের আলওয়ারের বাসিন্দা ছিলেন অঞ্জু। পাকিস্তানি মিডিয়াতে অঞ্জু জানিয়েছে, তিনি ফেসবুকের মাধ্যমে আলাপ করেছিলেন নাসরুল্লাহর সঙ্গে। পরে পাকিস্তানে তার বিয়ে হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে অঞ্জুর বাবা গয়াপ্রসাদ তার মেয়েকে হোয়াটস অ্যাপে মেসেজ করেছেন। তিনি লিখেছেন, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তারপর অঞ্জু আর তার বাবার মধ্যে হোয়াটস অ্য়াপে কিছু কথাবার্তা হয়েছে। সেটাই প্রকাশ্যে এসেছে এবার। খবর লাইভ হিন্দুস্তান সূত্রে।

এরপর নাকি অঞ্জুর সঙ্গে তার বাবার ১৫ মিনিট ভিডিয়ো কলে কথা হয়।

বাবা: তুমি মিথ্যে কথা বলে পাকিস্তানে চলে গেলে কেন? সেখানে গিয়ে বিয়ে করলে?

অঞ্জু: সবটাই গুজব বাবা।

বাবা: তুমি মিথ্যে বলছ। এখন তুমি আমাদের কাছে মারা গিয়েছ।

সবটাই হয়েছে ভিডিয়ো কলের মাধ্যমে। আর পরের দিন বাবা গঙ্গা প্রসাদের মোবাইলে একটি মেসেজ করেন অঞ্জু । সেখানে তিনি লিখেছেন, আমি তোমাদের কাছে মৃত। আমার সঙ্গে যোগাযোগ রেখো না।

গঙ্গাপ্রসাদ জানিয়েছেন, অঞ্জু বিয়ে করেছে কি করেনি সবটাই পাকিস্তান থেকে ছড়ানো হচ্ছে। এনিয়ে সত্যি কিছু জানি না। মিডিয়া বলতে পারবে।

তবে ইতিমধ্যেই অঞ্জুর বাবার প্রতি কড়া নজরদারি করছে পুলিশ ও সুরক্ষা বাহিনী। তাকে পুলিশ জেরাও করেছে। তার বিভিন্ন নথিও পুলিশ খতিয়ে দেখছে। এদিকে তার বাবা অবশ্য বলছেন মেয়ের সঙ্গে কথা বলতে চাই না। সে আমাদের কাছে মৃত।

এদিকে এই ঘটনায় লজ্জিত অঞ্জুর গ্রাম। তাদের দাবি শুধু গ্রাম নয়, দেশের মুখে চুন কালি দিয়েছে মেয়েটি। গ্রামবাসীদের দাবি, গোটা ঘটনায় যদি তার পরিবারকে সন্দেহজনক মনে হয় তবে পুলিশ তদন্ত করুক। তবে অঞ্জুকে কোনওদিন গ্রামে ঢুকতে দেব না।

এদিকে হিন্দু মহাসভা গোটা ঘটনার তদন্তের দাবিতে পুলিশের কাছে আর্জি জানিয়েছেন। তাদের মতে, বিদেশ থেকে ওই পরিবার অর্থ পাচ্ছে কি না সেটা দেখা দরকার।

অঞ্জুর স্বামী অরবিন্দ জানিয়েছে জয়পুর যাওয়ার নাম করে স্ত্রী পাকিস্তান চলে গিয়েছে। নাসরুল্লাহ সম্পর্কে কোনও কথা সে আমায় কোনও দিন বলেনি। তিনি জানিয়েছেন অঞ্জুকে তিনি ডিভোর্স দেবেন। তবে অঞ্জু বলেছে তার সন্তানকে সে পাকিস্তানে নিয়ে যেতে চায়।