Rajasthan Election Survey: রাজস্থান বিধানসভা ভোটের সমীক্ষা, রিপোর্ট দেখে রাতের ঘুম উড়ল কংগ্রেসের, এবার কি কুর্সি বদল?

এই বছরেই রাজস্থানে বিধানসভা ভোট। কংগ্রেসের কাছে এবার অগ্নিপরীক্ষা। অন্যদিকে বিজেপিও একেবারে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে। কিন্তু এবার জেনে নিন সি ভোটার সমীক্ষায় কী উঠে এল?

লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে সি ভোটারের সমীক্ষা অনুসারে রাজস্থানের ২০০টি আসনের মধ্যে বিজেপি সর্বোচ্চ ১০৯-১১৯টি পেতে পারে। সব মিলিয়ে বিজেপি ৪৬ শতাংশ ভোট পেতে পারে। আর কংগ্রেস সেই জায়গায় ৭৮-৮৮টি আসন পেতে পারে। তাদের ভোট শতাংশ হতে পারে ৪১ শতাংশ। আর অন্যান্যরা ১-৫টি আসন পেতে পারে। তাদের ভোট শতাংশ হতে পারে ১৩ শতাংশ। এই পরিসংখ্য়ান নিঃসন্দেহে কংগ্রেসের ঘুম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট।

কার্যত বিজেপির পক্ষে অত্যন্ত খুশির খবর। এই সমীক্ষায় অন্তত এগিয়ে রয়েছে বিজেপি। এবার আসনগুলি দেখা যাক।

সার্ভে অনুসারে বিজেপি সব মিলিয়ে রাজস্থানের ধুনধার রিজিয়নে ৩১-৩৫টি আসন পাচ্ছে। মারোয়ারে ৩০-৩৪টি আসন পাচ্ছে, ২৬-৩০টি আসন পাচ্ছে মেওয়ারে, শেখাওয়াতিতে ৮-১২টি আসন পেতে পারে বিজেপি।

কংগ্রেস ধুনধারে ২৩-২৭টি আসন পেতে পারে, মারোয়ারে ২৫-২৯টি আসন পেতে পারে, মেওয়ারে ১২-১৬টি আসন পেতে পারে, শেখাওয়াতিতে কংগ্রেস আসন পেতে পারে ৯-১৩টি আসন পেতে পারে।

সব মিলিয়ে অন্তত সমীক্ষার রিপোর্টে পাল্লা ভারি বিজেপির দিকে। এটা কংগ্রেসের পক্ষে চিন্তার খবর। তবে শেষ পর্যন্ত ভোটের ফলাফল কী হয় সেটাই দেখার।

এদিকে এই সমীক্ষার খবর সামনে আসতেই কংগ্রেস শিবিরে স্নায়ুর চাপ শুরু হয়ে গিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসারা জানিয়েছেন, রাজস্থানে প্রতিষ্ঠান বিরোধীতার কোনও হাওয়া নেই। আর বিজেপি এমপি রাজ্যবর্ধন রাঠোর জানিয়েছেন, রাজস্থানে এবার কুর্সির বদল হবে।

এদিকে কর্ণাটকে কংগ্রেস এবার বড় জয় পেয়েছিল। কিন্তু রাজস্থানে কংগ্রেস জয়ের ধারা ধরে রাখতে পারে কি না সেদিকে নজর রয়েছে গোটা দেশের। কারণ লোকসভা ভোটের আগে রাজস্থান বিধানসভার ভোট কংগ্রেসের কাছে বড় পরীক্ষা। অন্য়দিকে বিজেপির কাছেও এই লড়াই যথেষ্ট গুরুত্বপূর্ণ।