রাশিয়ার সীমান্ত অঞ্চলে রেকর্ড সংখ্যক হামলা

গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বিভিন্ন গ্রামে একাধিকবার হামলা হয়েছে। সোমবার (৩১ জুলাই) বেলগোরোড অঞ্চলের শচেটিনোভকা গ্রামে ১২টি আর্টিলারি শেল নিক্ষেপ করেছে। এসব হামলার জন্য স্থানীয় কর্তৃপক্ষ ইউক্রেনকে দায়ী করেছে। স্থানীয় রুশ কর্মকর্তাকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।

বেলগোরোড অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে বার্তায় বলেন, ঝুরাভলেভকা গ্রামে নয়টি গ্রেনেড হামলা করা হয়েছে। বোগুন-গোরোডোক ও লোজোভায়া রুডকা গ্রামের উপকণ্ঠে কামানের হামলা করা হয়েছে। নয় থেকে সাতটি হামলা হয়েছে।

নোভোপেট্রোভকা গ্রামে, ভোলোকনোভস্কি জেলার স্টারি ফার্ফে, দ্রোনোভকা গ্রাম, ক্রাসনোয়ারুজস্কি জেলার, ভায়াজোভো গ্রামের উপকণ্ঠে, স্টারোজেলি গ্রামে ও তেরেব্রেনো গ্রামে হামলার তথ্য রেকর্ড করা হয়েছে। কোলোটিলোভকা ও প্রিলিসিয়ে গ্রামেও হামলা হয়েছে।

গভর্নর আরও বলেন, ১৮টি কামান নোভায়া তাভোলঝাঙ্কা গ্রামে ছোড়া হয়েছিল। তাছাড়া ক্রাসনো ও লেনিনস্কি গ্রামেও হামলা করা হয়েছে।
ইউক্রেন এসব হামলার  দায় স্বীকার করেনি।