Anju Love story: নতুন বউ অঞ্জুকে ভরিয়ে দিচ্ছে পাকিস্তান, প্রেম না অন্য কিছু? বিরাট আশঙ্কা করছেন মন্ত্রী

ভারতের বাড়িতে পড়ে রইল স্বামী সন্তান। পাকিস্তানে গিয়ে ফেসবুক ফ্রেন্ডকে বিয়ে করেছেন ভারতীয় বধূ অঞ্জু। আর পাকিস্তানে যাওয়ার পরে নাকি তাকে নানা উপহার দেওয়া হচ্ছে। এনিয়ে মধ্য়প্রদেশ সরকার জানিয়ে দিল, মনে হচ্ছে এই প্রেমের গল্পের পেছনে একটা সাজানো আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে।

মধ্যপ্রদেশের গোয়ালিয়র থেকে সোজা পাকিস্তান। এক মাসের ভিসা নিয়ে বন্ধু নাসরুল্লাহর সঙ্গে দেখা করতে সোজা পাকিস্তানে। গত সপ্তাহে তিনি নাকি ইসলাম ধর্ম নিয়েছেন। বোরখাও পরছেন। এক পাক ব্যবসায়ী অঞ্জুকে জমি, ফ্ল্যাটও তুলে দিয়েছেন বলে খবর। পাকিস্তানের রিয়েল এস্টেট কোম্পানির মালিক মহসিন খান আব্বাসি জানিয়েছিলেন, আমাদের ধর্মে এসেছেন অঞ্জু। তার বিয়েতে শুভেচ্ছা জানাতে এসেছি।

কিন্তু নতুন বউকে ঘিরে এত যে উচ্ছাস, উপহার বিতরণ এর পেছনে অন্য ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে মধ্য়প্রদেশ সরকার। মধ্য়প্রদেশ হোম মিনিস্টার নরোত্তম মিশ্র জানিয়েছেন, যেভাবে পাকিস্তানে অঞ্জুকে অভ্যর্থনা জানানো হয়েছে, বিরাট সব উপহার দেওয়া হচ্ছে এর পেছনে ষড়যন্ত্রের সম্ভাবনা থাকতে পারে।

এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র হতে পারে। এনিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।

১৫ বছরের মেয়ে, ৬ বছরের পুত্র। দুজনকে ভারতে ফেলে, স্বামীকে ফেলে পাকিস্তানে আবার বিয়ে করতে গিয়েছেন অঞ্জু। এদিকে অঞ্জুর এই ব্যবহারে অত্যন্ত লজ্জিত তার বাবা।

এদিকে অঞ্জুর সঙ্গে তার বাবার কথোপকথন সম্প্রতি প্রকাশ্যে এসেছে। অঞ্জুর বাবা গয়াপ্রসাদ তার মেয়েকে হোয়াটস অ্যাপে মেসেজ করেছিলেন। তিনি লিখেছিলেন, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তারপর অঞ্জু আর তার বাবার মধ্যে হোয়াটস অ্য়াপে কিছু কথাবার্তা হয়েছে। সেটাই প্রকাশ্যে এসেছে এবার। খবর লাইভ হিন্দুস্তান সূত্রে।

এরপর নাকি অঞ্জুর সঙ্গে তার বাবার ১৫ মিনিট ভিডিয়ো কলে কথা হয়।

বাবা: তুমি মিথ্যে কথা বলে পাকিস্তানে চলে গেলে কেন? সেখানে গিয়ে বিয়ে করলে?

অঞ্জু: সবটাই গুজব বাবা।

বাবা: তুমি মিথ্যে বলছ। এখন তুমি আমাদের কাছে মারা গিয়েছ।

সবটাই হয়েছে ভিডিয়ো কলের মাধ্যমে। আর পরের দিন বাবা গঙ্গা প্রসাদের মোবাইলে একটি মেসেজ করেন অঞ্জু । সেখানে তিনি লিখেছেন, আমি তোমাদের কাছে মৃত। আমার সঙ্গে যোগাযোগ রেখো না।