Boy ‘mixes’ urine in girl’s bottle: ছাত্রীর বোতলে ‘প্রস্রাব মেশাল সহপাঠী, খেয়েও ফেলল কিশোরী, ব্যাগে মিলল প্রেমপত্র’

রাজস্থানে এক ছাত্রীর জলের বোতলে মূত্র মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে। যে ওই ছাত্রীর সহপাঠী বলে দাবি করা হয়েছে। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সেই মূত্র মেশানো জল পান করে ফেলেছে ছাত্রী। তার ব্যাগের মধ্যে একটি প্রেমপত্রও পাওয়া গিয়েছে বলে দাবি করেছে সে। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। তা নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। যেখানে অভিযুক্ত কিশোরের বাড়ি, সেখানে ঢোকার চেষ্টা করেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে দাবি করা হয়েছে। ঘটনাটি রাজস্থানের ভিলওয়ারার। যে রাজ্যে চলতি বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচন আছে।

আরও পড়ুন: Manipur vs Bengal: বাংলার ঘটনা দিয়ে মণিপুরের বর্বরতার সাফাই দেওয়া যায় না, সুষমা স্বরাজের মেয়েকে বলল সুপ্রিম কোর্ট

একাধিক প্রতিবেদন অনুযায়ী, ভিলওয়ারার একটি মাধ্যমিক স্তরের সরকারি স্কুলে সেই ঘটনা ঘটেছে। গত শুক্রবার নিজের বোতল থেকে জল পান করার সময় দুর্গন্ধ পায় ওই ছাত্রী। তার ব্যাগেই বোতলটি রাখা ছিল। ছাত্রীর দাবি, টিফিনের সময় সেই ঘটনা ঘটেছে। তারপরই বিষয়টি নিয়ে স্কুলের অধ্যক্ষের কাছে অভিযোগ দায়ের করে ওই ছাত্রী। কিন্তু স্কুলের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: Anju Love story: নতুন বউ অঞ্জুকে ভরিয়ে দিচ্ছে পাকিস্তান, প্রেম না অন্য কিছু? বিরাট আশঙ্কা করছেন মন্ত্রী

বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দারা। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, যে এলাকায় অভিযুক্ত কিশোর থাকে, সেখানে ঢোকার চেষ্টা করেন তাঁরা। তবে তাঁদের ঢুকতে দেয়নি পুলিশ। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করা হয়। এক পুলিশ আধিকারিককে উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছেছ, ‘বোতল থেকে জল পান করার পর ছাত্রীর নাকে দুর্গন্ধ আসে। তা নিয়ে অভিযোগও দায়ের করে ওই ছাত্রী। ব্যাগ থেকে একটি প্রেমপত্রও খুঁজে পায়। তাতে লেখা ছিল লাভ ইউ (আমি তোমায় ভালোবাসি)।’