Carles Cuadrat Is Happy With East Bengal Players Working Hard At Training

কলকাতা: ইতিমধ্যেই ভারতীয় ফুটবলের মরশুম শুরু হয়ে গিয়েছে। সপ্তাহখানেক আগেই শহরে ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) চলে এসেছেন। তিনি ইস্টবেঙ্গল কোচ হিসাবে কাজও শুরু করে দিয়েছেন। গভীর রাতে বিমানবন্দরে নামলেও, কুয়াদ্রাতকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রচুর লাল হলুদ সমর্থক। দলের সমর্থকদের এই আবেগ বেশ পছন্দ হয়েছে কুয়াদ্রাতের। পাশাপাশি তিনি ইস্টবেঙ্গল ফুটবলারদের প্রাক মরশুম প্রস্তুতি নিয়েও বেশ খুশি।

বিমানবন্দরে সমর্থকদের স্বাগতে আপ্লুত কুয়াদ্রাত বলেন, ‘লোকজন আমাদের যেভাবে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন, তা এককথায় অনবদ্য। তারপর থেকে এখনও পর্যন্ত সবকিছুই সঠিক দিকে এগচ্ছে। ম্যানেজমেন্ট হোক, সহকারী কোচ থেকে খেলোয়াড়, সকলের সঙ্গেই ভালভাবে কাজ হচ্ছে। তাই অনুভূতিটাও বেশ ভাল।’ এরপরেই তিনি আসন্ন মরশুমের প্রস্তুতি প্রসঙ্গে বলেন, ‘অনুশীলন পর্বটা দুর্দান্ত চলছে। দলের খেলোয়াড়রা প্রচুর খাটা খাটনি করছে। কখনও কখনও অনুশীলনটা একটি বেশিই কঠোর হয়ে যাচ্ছে। তবে এটা কিন্তু খুব একটা মন্দ নয়।’

ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত দুই মরশুমে আইএসএলে আহামরি পারফর্ম করতে পারেনি। গত মরশুমটাও কেটেছে হতাশাজনক। এবার সেই হতাশা দূর করতেই স্প্যানিয়ার্ডকে দায়িত্বে আনা হয়েছে। কুয়াদ্রাতের আইএসএলে রেকর্ড কিন্তু বেশ ভাল। অতীতে বেঙ্গালুরুর হয়ে আইএসএল জিতেওছেন তিনি। এবার তাঁর তত্ত্বাবধানে ইস্টবেঙ্গল কেমন পারফর্ম করে, সেইদিকেই তাকিয়ে লাল হলুদ সমর্থকরা।

‘ভারত গৌরব’ রতন টাটা

ইস্টবেঙ্গলের (East Bengal) ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া হচ্ছে রতন টাটাকে। এবারে লাইফ টাইম অ্যাচিভমেন্ট (Life Time Achivement) পুরস্কার পাবেন তরুণ বসু। আগামী ১ অগাস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্টবেঙ্গলের ১০৪ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। সেখানেই বিভিন্ন বিভাগে সম্মান তুলে দেওয়া হবে।

পুরস্কার গ্রহণ করতে অশীতিপর রতন টাটা কলকাতায় আসবেন কি না, তা অবশ্য এখনও নিশ্চিত নয়। লাল-হলুদ ক্লাব কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, পুরস্কার দেওয়ার বিষয়টা ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানানো হলে গ্রহণ করার বিষয়ে উনি সম্মতি জানিয়েছেন। লাল-হলুদের প্রতিষ্টা দিবসের অনুষ্ঠানে উনি আসবেন কি না, তা নিয়ে নিশ্চিত করে কিছু জানননি। উনি আসতে পারলে আমরা খুবই খুশি হব। উনি যদি চান, তাহলে ক্লাবের পক্ষ থেকে গিয়ে ভারত গৌরব পুরস্কার ওঁর হাতে তুলে দিয়ে আসা হবে। লাল-হলুদ ক্লাব আগামী বছর নীতা আম্বানিকে ভারত গৌবর সম্মান দেবে বলেই জানিয়েছেন দেবব্রত সরকার।

আগামী ১ অগাস্ট ইস্টবেঙ্গলের প্রতিষ্টা দিবসে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার তুলে দেওয়া হবে তরুণ বসুর হাতে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হবে যে অনুষ্ঠান। লাল-হলুদের প্রতিষ্ঠা দিবসে গত বছরের সেরা ফুটবলারের সম্মান পাচ্ছেন ক্লেটন সিলভা। পাশাপাশি বর্ষসেরা উঠতি ফুটবলারের পুরস্কার পাচ্ছেন মহেশ সিংহ নাওরেম। অঙ্কুর পাল পাচ্ছেন বর্ষসেরা ক্রিকেটারের সম্মান। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: দেওধর ট্রফিতে জয় পেল মধ্যাঞ্চল, পশ্চিমাঞ্চল, হার অভিমন্যুদের