Haj Yatra: পুরুষ সঙ্গী ছাড়াই হজ যাত্রায় মুসলিম মহিলারা, ‘বদলে যাওয়া ভারত’, সংখ্যাটা জানালেন প্রধানমন্ত্রী

বদলে যাচ্ছে ভারত। বদলে যাচ্ছেন ভারতের নারীরা। সেই বদলে যাওয়া ভারতের ছবি হাজির করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, এবার ৪০০০ মুলসিম মহিলা কোনও পুরুষ সঙ্গী ছাড়াই হজ যাত্রায় অংশ নিয়েছিলেন। এটা বড় বদল। গত কয়েক বছরে যাতে আরও বেশি মানুষ হজ যাত্রায় অংশ নিতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে।

মন কী বাতে তিনি জানিয়েছেন, বহু মুসলিম মহিলা আমায় চিঠি দিয়েছেন। তাঁরা হজ যাত্রা করে ফিরেছেন। তবে এবার তাঁদের এই যাত্রা অনেক ক্ষেত্রেই স্পেশাল। বহু মহিলা এবার পুরুষ সঙ্গী বা মেহেরাম ছাড়াই হজ যাত্রায় অংশ নিয়েছিলেন। সেই সংখ্য়াটা ৫০ বা ১০০ জন নয়। সেই সংখ্য়াটা ৪০০০ এর বেশি। জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর সঙ্গেই প্রধানমন্ত্রী জানিয়েছেন, মুসলিম মহিলাদের আগে মেহেরাম ছাড়া হজ যাত্রার অনুমতি ছিল না। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, সৌদি আরব সরকারকে আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, যে মহিলারা হজ যাত্রায় গিয়েছিলেন তাঁদের সঙ্গে মহিলা কো অর্ডিনেটর ছিলেন। তিনি বলেন, আমার মুসলিম মা ও বোনেরা এনিয়ে আমায় অনেক লিখেছেন। এখন আরও বেশি সংখ্যক মানুষ হজ যাত্রায় যাতে যেতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। তবে হজ যাত্রা থেকে ফিরে আসার পরে মুসলিম মা ও বোনেরা যে আশীর্বাদ লিখেছেন তা আমাদের কাছে অনুপ্রেরণাদায়ক।

প্রসঙ্গত বিজেপি বার বারই বলে মুসলিম মহিলাদের শক্তি প্রদানে নানা উদ্যোগ নিয়েছে মোদী সরকার। তিন তালাক বিলোপের কথা বলা হয়। এবার মুসলিম মহিলারা কোনও পুরুষ সঙ্গী ছাড়াই ভারত থেকে হজ করতে যাচ্ছেন সেই পরিসংখ্যান তুলে ধরেন মোদী। মূলত মুসলিম মহিলাদের মধ্যে যে স্বাধীন বাতাবরণ তৈরি হচ্ছে তারই নজির হাজির করেন তিনি। পাশাপাশি মুসলিম মহিলারা যেভাবে তাঁকে চিঠি লিখে আশীর্বাদ করেছেন সেকথাও উল্লেখ করেন তিনি। সব মিলিয়ে তিনি হজ যাত্রা নিয়ে বড় তথ্য় হাজির করলেন।