Manchester United | Rasmus Hojlund: হোইলানের অপেক্ষায় রেড ডেভিলস, হাল্যান্ডের ক্লোনকে নিয়ে কেন এত হইহই!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) একজন স্ট্রাইকার খুঁজছিল। অবশেষে সন্ধান মিলল রাসমাস হোইলানের (Rasmus Hojlund)। যাঁরা নিয়মিত বিদেশের বিভিন্ন প্রান্তের ফুটবলারদের খবরাখবর রাখেন, তাঁদের কাছে ‘ড্যানিশ সেনসশন’-এর আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। তবে যাঁরা জানেন না যে, বছর কুড়ির ফুটবলারকে নিয়ে কেন এত হইহই পড়ে গিয়েছে, তাঁদের জন্য এই প্রতিবেদন। এরিক টেন হ্যাগ (Erik ten Hag) এখন ওল্ড ট্র্যাফোর্ডে হোইলানের অপেক্ষায়। ফুটবলবিশ্ব হোইলানকে বলছেন ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) নরওয়ের স্ট্রাইকার আর্লিং হাল্যান্ডের (Erling Haaland) ক্লোন! 

আরও পড়ুন: Lionel Messi And David Beckham: মাঠে গোল করেই মিয়ামির জনপ্রিয় রেস্তোরাঁয় সস্ত্রীক মেসি, সঙ্গী ভিক্টোরিয়ার সঙ্গে বেকস

দুয়ের পদবি যেমন শুনতে অনেকটা এক, তেমনই তাঁদের খেলাও নাকি প্রায় এক! এবার একটু হাল্যান্ড লাইট হোইলানের উপর ফোকাস করা যাক। হোইলান আটলান্টা বিসি-র হয়ে খেলেন সেরি আ-তে। চলতি মরসুমে সবচেয়ে কম বয়সি বিদেশি ফুটবলার হিসেবে হোইলান, ইতালিয়ান লিগে ন্যূনতম তিন গোল করেছেন অ্যাওয়ে ম্য়াচে। পাঁচটি মেজর ইউরোপিয়ান লিগের বিচারে বায়ার্ন মিউনিখের জামান মুসিয়ালার গোল সংখ্যা হোইলানের থেকে বেশি। মুসিয়ালার রয়েছে চার গোল।

গত মরসুমে ১৭ মিলিয়ন ইউরোতে হোইলানকে নিয়েছিল আটলান্টা। এবার ৭৩ মিলিয়ন পাউন্ডে তাঁকে নিয়ে ম্যান ইউ। ৬ ফুট ৩ ইঞ্চির হোইলানের উচ্চতা, গতি এবং পাওয়ারের জন্য় তাঁর সঙ্গে হাল্যান্ডের তুলনা চলছে। হাল্যান্ডের উচ্চতাও ৬ ফুট ৪ ইঞ্চি। হাল্যান্ড খেলেন নয় নম্বর জার্সিতে। হোইলানেরও জার্সি নম্বর নয়। হোইলানকে নেওয়ার জন্য শুধু ম্য়ান ইউ নয়, ঝাঁপিয়েছিল প্যারিস সঁ জরমঁও। আটলান্টার হয়ে হোইলান ৩২ ম্য়াচে করেছেন ন’টি গোল। আটলান্টার কোচ জিয়ান পিয়েরো গ্য়াসপেরিনি বলছেন, ‘ও অনন্য সাধারণ। বিগত কয়েক মাসে ওর মধ্যে অবিশ্বাস্য বিবর্তন দেখেছি। সরাসরি ম্যাচের মধ্যে ঢুকে যায়। ও ভীষণ ভাবে রেজাল্ট চায়। বাতাসেও ও দুরন্ত। ভবিষ্যতে প্রথমসারির স্ট্রাইকার হয়ে উঠবে হোইলান। তিনি ডেনমার্কের হয়ে গত সেপ্টেম্বরে অভিষেক করে হাফ ডজন গোল করেছেন। এখন দেখার হোইলান আগামী দিনে হাল্যান্ডকে ছাপাতে পারেন কিনা!

আরও পড়ুন: Lionel Messi And Diego Maradona: ‘আইডল’ মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে পরবর্তী বিশ্বকাপ খেলার জল্পনা উসকে দিলেন মেসি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)