লোকসভায় ভোটে টিকিট পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, নুসরতের পাশে নেই তৃণমূল

এমনিতেই একের পর এক দুর্নীতির অভিযোগে ল্যাজেগোবরে অবস্থা তৃণমূলের। বোঝার ওপর শাকের আঁটির মতো চেপেছে সাংসদ নুসরত জাঁহার বিরুদ্ধে আবাসন দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। গোটা দিন এই নিয়ে সংবাদমাধ্যমে তোলপাড় চললেও কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল। বিকেলে তৃণমূলের এক মুখপাত্রের কাছে এই নিয়ে প্রশ্ন করলেও এব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেন তিনি।

নাম না প্রকাশের শর্তে তৃণমূলের ওই মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আবাসন দুর্নীতির অভিযোগে আপাতত নুসরতের পাশে নেই দল। নুসরত যা করেছেন তা ব্যক্তিগত ভাবে। যখন দুর্নীতির অভিযোগ উঠেছিল তখন নুসরতের সঙ্গে তৃণমূলের তেমন কোনও যোগ ছিল না। ফলে তিনি যতক্ষণ কোনও প্রতিক্রিয়া না দিচ্ছেন ততক্ষণ দলের তরফে কিছু বলা সম্ভব নয়।

তৃণমূল সূত্রে খবর, এমনিতেই নুসরতকে নিয়ে অসন্তুষ্ট তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আগামী লোকসভা নির্বাচনে তাঁর টিকিট পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। নুসরত দল বা নিজের কেন্দ্রে তেমন সময় দেন না। এই নিয়ে দলের তরফে নুসরতকে সতর্ক করা হলেও কাজ হয়নি। তিনি নিজের মর্জির মালিক। তাছাড়া নুসরত এমন কোনও বড় মাপের নেত্রী নন যে দলকে তাঁর পাশে দাঁড়াতে হবে।

তৃণমূল সূত্রে আরও জানা গিয়েছে, অভিনেত্রী হলেও নিজের লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের মধ্যে সাংসদ হিসাবে তেমন জনপ্রিয় নন নুসরত। এমনিতেই তিনি নিজের লোকসভা কেন্দ্রে তেমন সময় দেন না। তার ওপরে তাঁর বিবাহবিচ্ছেদ সংক্রান্ত জটিলতার জেরে সাধারণ মানুষের মধ্যে ব্যক্তি নুসরতের গ্রহণযোগ্যতা কমেছে বলে জানতে পেরেছে তৃণমূল নেতৃত্ব।