Mamata Banerjee: উত্তরবঙ্গে তৈরি হবে আইডি হাসপাতাল, বিধানসভায় পরিকল্পনার কথা বললেন মুখ্যমন্ত্রী

সংক্রামক ব্যাধি চিকিৎসার জন্য দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতায় রয়েছে বেলেঘাটা আইডি হাসপাতাল। করোনা পর্বে এই বেলেঘাটা হাসপাতালে অন্যতম ভরসার কারণ হয়ে দাঁড়িয়েছিল রাজ্যের। তবে সেই অর্থে উত্তরবঙ্গে কোনও আইডি হাসপাতাল নেই। তাই এবার উত্তরবঙ্গেও আইডি হাসপাতাল তৈরি করবে রাজ্য সরকার। সোমবার বিধানসভা অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: আলিপুরদুয়ারে বিমানবন্দর গড়বে রাজ্য সরকার, বিধানসভায় ঘোষণা করলেন মমতা

সোমবার বিধানসভা অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপি বিধায়কদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের প্রশ্নের উত্তর দিতে রাজ্য সরকারের নানা পরিকল্পনার কথা বলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি উত্তরবঙ্গে আইডি হাসপাতাল নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনার কথা বলেন। এছাড়াও, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের প্রশ্নে স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও তিনি হুঁশিয়ারি দিয়েছেন, স্বাস্থ্য সাথী কার্ড গ্রহণ না করা হলে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। তখনই উত্তরবঙ্গে আইডি হাসপাতাল তৈরি নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী।  

প্রসঙ্গত, সংক্রামক রোগের চিকিৎসার জন্য বেলেঘাটা হাসপাতাল বিখ্যাত। দূর দুরান্ত থেকে এই হাসপাতালে চিকিৎসার জন্য বহু মানুষ আসেন। এই হাসপাতালে সংক্রামক রোগের চিকিৎসার জন্য অত্যাধুনিক প্রযুক্তির ব্যবস্থা রয়েছে। চিকিৎসার জন্য উত্তরবঙ্গের মানুষকেও ছুটে আসতে হয় এই হাসপাতালে। ফলে স্বাভাবিকভাবেই বেলেঘাটা আইডি হাসপাতাল খুবই গুরুত্বপূর্ণ। এই অবস্থায় উত্তরবঙ্গে আইডি হাসপাতাল হলে সেখানকার মানুষের সুবিধা হবে বলে মনে করছে রাজ্য সরকার।

উল্লেখ্য, করোনা পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বেলেঘাটা আইডি হাসপাতাল। রাজ্যের মধ্যে প্রথম এই বেলেঘাটা আইডি হাসপাতালে করোনা চিকিৎসার জন্য আইসলেশন কেন্দ্র তৈরি করা হয়েছিল। সেই সময় রোগী পরিবারের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছিল এই হাসপাতাল। এছাড়াও বর্ষা শুরু হতেই রাজ্যে ডেঙ্গু প্রকোপ বেড়ে যায়। বর্তমানে এই হাসপাতালে অনেক ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। প্রতিবছরই এই বেলেঘাটা হাসপাতালে প্রচুর সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি থাকে। এছাড়া অন্যান্য সংক্রামক রোগের ক্ষেত্রে বেলেঘাটা আইডির গুরুত্ব রয়েছে। এই অবস্থায় উত্তরবঙ্গে বেলেঘাটার আইডির মতো কোনও হাসপাতাল হলে সেখানকার মানুষের সুবিধা হবে। মুখ্যমন্ত্রীর এই ভাবনা বাস্তবায়িত হলে সংক্রামক রোগের চিকিৎসার জন্য উত্তরবঙ্গের মানুষকে আর বেলেঘাটা আইডি হাসপাতালে আসতে হবে না। ফলে তাঁরা অনেক উপকৃত হবেন।