Moeen Ali Announces Retirement From Test Cricket Post Ashes 2023 Conclusion

লন্ডন: সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজেই অবসর ভেঙে ফের একবার টেস্টে ফিরেছিলেন মঈন আলি (Moeen Ali)। তবে অ্যাশেজ শেষেই আবারও লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার (England Cricket Team)। তিনি সোজাসাপ্টা জানিয়ে দিলেন এখানেই ইতি। তাঁকে আর টেস্ট ক্রিকেট খেলতে দেখা যাবে না।

মঈনের অবসর

অ্যাশেজ সিরিজ শুরুর আগেই চোট পেয়ে ছিটকে যান জ্যাক লিচ। তাঁর বদলেই তড়ঘড়ি অবসর ভাঙিয়ে মঈন আলিকে টেস্টে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। বেন স্টোকস নাকি নিজেই মঈনকে মেসেজ করেন। দলের প্রয়োজনের সময়, ডাক পেয়ে মঈনও নিজের সিদ্ধান্তে বদল ঘটান। অবসর ভেঙে ফেরেন মঈন। তবে আর নয়। এরপর আর কোনওরকম ডাক পেলেও, তিনি টেস্টে ফিরবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন মঈন। অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচের পর মঈন সাফ জানিয়ে দেন এবার স্টোকস তাঁকে টেস্টে খেলার জন্য অনুরোধ করলেও, তিনি আর ফিরছেন না।

মঈন বলেন, ‘যদি স্টোকসি আমায় এবার মেসেজও করে, তাহলে সেই মেসেজ ডিলিট করে দেব। আমি এখানেই শেষ। আমি গোটা বিষয়টাই খুব উইভোগ করেছিল এবং শীর্ষে থেকেই শেষ করতে চাই।’ মঈন এবারের অ্যাশেজে ২৫.৭১ গড়ে ১৮০ রান করেছেন মঈন। পাশাপাশি নয়টি উইকেটও নিয়েছেন তিনি। ম্যাঞ্চেস্টারে তিনি মাত্র ১৬তম ক্রিকেটার হিসাবে টেস্টে তিন হাজার রান ও ২০০টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।

ব্রডকে শুভেচ্ছা

মঈনের আগেই স্টুয়ার্ট ব্রড নিজের অবসরের কথা ঘোষণা করেছিলেন। এক বর্ণময় কেরিয়ারের জন্য সচিন তেন্ডুলকর তাঁকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান। ‘ক্রিকেটের ঈশ্বর’ ব্রডের প্রশংসায় পঞ্চমুখ। ব্রডের উদ্দেশে সচিন লেখেন, ‘এক অনবদ্য কেরিয়ার শেষ হল। স্টুয়ার্ট ব্রড, তোমার দুরন্ত স্পেল, খেলার প্রতি নিষ্ঠা কিন্তু ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সঠিকভাবেই কেরিয়ারটা শেষ হল তোমার। কেরিয়ারের পরবর্তী ইনিংসটা উপভোগ করো।’

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: হোটেলে ছেলেকে নিয়ে হাজির ব্র্যাভো, টিম ইন্ডিয়াকে ত্রিনিদাদে স্বাগত জানালেন ডোয়েন