Stuart Broad Reveals One Regret After His Final Game In Ashes 2023

লন্ডন: দিন তিনেক আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন অ্যাশেজ (The Ashes 2023) সিরিজ শেষেই ক্রিকেটকে বিদায় জানাবেন। এক কিংবদন্তি ক্রিকেটারের কেরিয়ারের শেষটাও হল রূপকথার মতো। ওভালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্টে (ENG vs AUS 5th Test) শেষ দুই উইকেট নিয়ে দলকে ম্যাচ জেতালেন স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)। ২-২ সমতায় সিরিজ শেষ করল ইংল্যান্ড। ৪৯ রানে পঞ্চম অ্যাশেজ টেস্ট জিতল ইংল্যান্ড।

ব্রডের আক্ষেপ

নিজের কেরিয়ারে ১৬৭টি টেস্ট ম্যাচ খেলছেন ব্রড। টেস্টের ইতিহাসে সর্বকালের পঞ্চম সর্বোচ্চ ৬০৪টি উইকেট নিয়ে নিজের টেস্ট কেরিয়ার শেষ করলেন ব্রড। লাল বলের ক্রিকেটের বিশেষজ্ঞ হিসাবে তাঁকে গণ্য করা হলেও, স্টুয়ার্ট ব্রড কিন্তু ২০১০ সালে ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছেন। এমন এক বর্ণময় কেরিয়ার শেষে ব্রডের একটি আক্ষেপ রয়ে গেল। ম্যাচ শেষে সেই কথা খোলসাও করেন ইংল্যান্ডের মহাতারকা।

ব্রড বলেন, ‘ক্রিকেটের দিক থেকে আমার তেমন কোনও আক্ষেপ নেই। তবে এজবাস্টনে আমার নতুন বলটা হাতে তুলে নেওয়া উচিত হয়নি। আমরা নতুন বলের তেমন লাভ তুলতে পারিনি এবং তার ফলেই কামিন্স এবং লায়ন সহজেই ব্যাট করতে সক্ষম হন। আমার হাতে যদি সত্যিই অতীতে ফিরে যাওয়ার সুযোগ থাকত, তাহলে আমি ওই ম্যাচে ফিরে গিয়ে নতুন বলের বদলে পুরনো বোলিং করতাম। তবে দিনের শেষে অস্ট্রেলিয়ার মতো দুর্দান্ত দলের বিরুদ্ধে হারতে হলে, সেটাকে মেনে নিতে সমস্যা হওয়ার কথা নয়।’

ব্রডকে শুভেচ্ছা

এক অনবদ্য কেরিয়ারের জন্য ইংল্যান্ডের তারকা বোলারকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ‘ক্রিকেটের ঈশ্বর’ ব্রডের প্রশংসায় পঞ্চমুখ। ব্রডের উদ্দেশে সচিন লেখেন, ‘এক অনবদ্য কেরিয়ার শেষ হল। স্টুয়ার্ট ব্রড, তোমার দুরন্ত স্পেল, খেলার প্রতি নিষ্ঠা কিন্তু ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সঠিকভাবেই কেরিয়ারটা শেষ হল তোমার। কেরিয়ারের পরবর্তী ইনিংসটা উপভোগ করো।’

শুধু সচিন নন, ব্রডকে তাঁর দুর্দান্ত কেরিয়ারের জন্য শুভেচ্ছা জানিয়েছেন আরেক ভারতীয় প্রাক্তনী যুবরাজ সিংহও। ব্রডের বলেই ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড তারকার ছয় বলেই ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিংহ। আজও সেই ঘটনা সকল ক্রিকেটপ্রেমীর স্মৃতিতে অমলিন। তবে তারপর অনেক জল গড়িয়েছে। তাঁকে সর্বকালের অন্যতম সেরার তকমাই দেন যুবরাজ। তিনি লেখেন, ‘ব্রড, তোমাকে সেলাম। অসাধারণ একটা টেস্ট কেরিয়ার তোমার। লাল বলের ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর বোলার। এক জন কিংবদন্তি। তোমার ক্রিকেট কেরিয়ার এবং অধ্যাবসায় অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। পরবর্তী ইনিংসের জন্য শুভেচ্ছা।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: অ্যাশেজ শেষেই ফের লাল বলের ক্রিকেট থেকে অবসর নিলেন মঈন আলি