Sukanta Majumdar NDA Meet: NDA বৈঠকে আলোচিত ‘তৃণমূলের দুর্নীতি’, বাংলা নিয়ে সুকান্তদের কী বার্তা মোদীর?

আগামী বছরই অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন। তার আগে কোমর কষতে শুরু করেছে শাসক, বিরোধী উভয়ই। একদিকে যেখানে বিরোধীরা গঠন করেছে ‘ইন্ডিয়া’ জোট, অন্যদিকে শরিক দল নিয়ে বিজেপি বসেছে এনডিএ-র বৈঠকে। আর এরই মাঝে আগামী নির্বাচনের রূপরেখা তৈরি করতে জোটের সাংসদদের নিয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। গতকাল, ৩১ জুলাই থেকে ১০ অগস্ট পর্যন্ত ধারাবাহিক ভাবে এই বৈঠকগুলি চলবে। তার মধ্যে গতকালকের দ্বিতীয় বৈঠকেই ডাক পেয়েছিলেন বঙ্গ বিজেপির সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। সেই বৈঠকে সাংসদদের কী বললেন মোদী? বৈঠক শেষে তা নিয়ে মুখ খুললেন সুকান্ত মজুমদার।

এনডিএ সাংসদদের বৈঠক নিয়ে সুকান্ত গতরাতে বলেন, ‘আগামী লোকসভা নির্বাচন নিয়ে আজ আমাদের মার্গদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, দলের তরফে আজকের বৈঠকে তিনটি রাজ্যের মোট ৬টি ভিডিয়ো প্রদর্শিত হয়েছে।’ সুকান্ত দাবি করেন বিগত দু’টি এনডি সরকারের জমানায় বাংলায় প্রচুর জনমুখী প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বাংলায় অনেক কাজ করেছে বিজেপির নেতৃত্বাধীন সরকার। সেই নিয়ে প্রধানমন্ত্রী বৈঠকে আলোকপাত করেন বলে জানিয়েছেন বালুরঘাটের সাংসদ। সুকান্ত বলেন, ‘আমি পশ্চিমঙ্গের ক্ষেত্রে বলব… পশ্চিমবঙ্গে বিগত ৯ বছরে আমাদের এনডিএ সরকার বিপুল পরিমাণ কাজ করেছে। পরিকাঠামোগত উন্নয়নের জন্য এই সব কাজ হয়েছে। কল্যাণী এইমস থেকে শুরু করে, মেট্রো থেকে শুরু করে রাষ্ট্রীয় রাজমার্গ থেকে শুরু করে অনেক ক্ষেত্রে কাজ হয়েছে।’

এছাড়া বাংলায় তৃণমূলের দুর্নীতির বিষয়টিও নাকি উত্থাপিত হয়েছিল গতকালকের বৈঠকে। এনডিএ-র বৈঠকে ঠিক কী বলা হয়েছে তৃণমূল নিয়ে? সুকন্ত বলছেন,’বৈঠকে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে একটি ভিডিয়ো দেখানো হয়েছে। এরপর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আগামীতে এগিয়ে যাওয়ার পথ বাতলে দিয়েছেন। তিনি আমাদের সঠিক দিশা দেখিয়েছেন।’ এদিকে বিরোধী জোট নিয়েও শাসক জোটের সাংসদদের উদ্দেশে বার্তা রেখেছেন মোদী। তা নিয়ে সুকান্ত বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, ইউপিএ-র নামটা দুর্নীতির সাথে জড়িয়ে পড়িয়েছিল। ২জি, ৩জি, জিজাজি, কোলগেট… তার জেরে এখন আমাদের বিরোধীরা এই ইউপিএ-র নাম আর বয়ে বেড়াতে পারছে না। তাই তারা ইউপিএর বদলে আই.এন.ডি.আই.এ – এই জোট করেছে। আসলে এটা আর কিছুই না, ইউপিএ-র রূপান্তর এটা। কয়লা যেমন কার্বনে রূপন্তর হয়, তেমন ইউপিএ বদলে হয়েছে আই.এন.ডি.আই.এ।’