ABP Exclusive: Team Of 20 Representatives From BCCI And ICC To Visit Eden Gardens On 5th August Saturday

সন্দীপ সরকার, কলকাতা: ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup 2023) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। যোগ্যতা অর্জনকারী পর্ব শেষ। এবার চূড়ান্ত টুর্নামেন্ট শুরুর অপেক্ষা। মাঝে আর মাত্র তিন মাস সময়।

আর বিশ্বকাপের আগে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সাজ সাজ রব। যুদ্ধকালীন তৎপরতায় চলছে স্টেডিয়াম ও মাঠ সংস্কারের কাজ। বিশ্বকাপ আয়োজনের জন্য ইডেন গার্ডেন্স কতটা প্রস্তুত, খতিয়ে দেখতে শনিবার, ৫ অগাস্ট কলকাতায় আসছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের ২০ সদস্যের বিরাট এক প্রতিনিধি দল। যে দলের নেতৃত্বে থাকছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের যুগ্ম সচিব, অসমের দেবজিৎ সাইকিয়া।

সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবিপি আনন্দকে বলছিলেন, ‘২০ সদস্যের প্রতিনিধি দল আসছে শনিবার। সেই দলে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি থাকবেন। সেই সঙ্গে থাকবেন আইসিসি-র প্রতিনিধিরাও। ইডেনের প্রস্তুতির কাজ সরেজমিনে খতিয়ে দেখবেন তাঁরা। প্রয়োজনমতো পরামর্শও দেবেন।’

বোর্ড সচিব জয় শাহ আসছেন? স্নেহাশিস বলছেন, ‘না। তবে বোর্ডের যুগ্ম সচিব দেবজিৎ সাইকিয়া থাকবেন। ইডেন সহ বিশ্বকাপের মোট তিনটি ভেন্যুর তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন উনি।’

ইডেনে সেমিফাইনাল সহ ওয়ান ডে বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ রয়েছে। যার মধ্যে রয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মতো হাইভোল্টেজ ম্যাচও। এ ছাড়া পাকিস্তানের দুটি ম্যাচ রয়েছে ইডেনে। পাকিস্তান বনাম ইংল্যান্ড মহারণও রয়েছে শহরে। ভারত বনাম পাকিস্তান ম্যাচ আয়োজনের বরাত অবশ্য ইডেন পায়নি। সেই ম্যাচ হবে আমদাবাদে। নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে। যে মাঠ এক সময় মোতেরা নামে পরিচিত ছিল। তবে নতুন করে স্টেডিয়াম তৈরি হওয়ার পর নামকরণ করা হয়েছে প্রধানমন্ত্রীর নামে।

তবে সেমিফাইনালে যদি ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ হয়, তাহলে সেই ম্যাচ হবে ইডেনে। বাংলার ক্রিকেটপ্রেমীরা এখন থেকেই অধীর আগ্রহে প্রার্থনা শুরু করে দিয়েছেন, যাতে বিশ্বকাপে ভারত-পাক সেমিফাইনাল হয়।

ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স কতটা তৈরি? স্নেহাশিস বলছেন, ‘গোটা স্টেডিয়ামের খোলনলচে বদলে ফেলছি আমরা। কর্পোরেট বক্সের সংস্কারের কাজ আগেই হয়ে গিয়েছে। ক্লাব হাউস সহ বাকি অংশের সংস্কার কাজ চলছে জোর কদমে। শৌচালয় সহ সব কিছুরই সংস্কার করা হচ্ছে। দ্রুত কাজ শেষ হয়ে যাবে। বিশ্বকাপে ওক সম্পূর্ণ নতুন চেহারার ইডেন গার্ডেন্স দেখতে চলেছেন ক্রিকেটপ্রেমীরা। আশা করছি বোর্ড ও আইসিসি প্রতিনিধিরা সব দেখে সন্তুষ্ট হবেন।’

আরও পড়ুন: নচিকেতা আর ক্রিকেট, বার্ষিক অনুষ্ঠানে চমক দিতে চলেছে সিএবি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial