Famous Singer Nachiketa Chakraborty To Perform In CAB Annual Function, Snehasish Ganguly Tells ABP Live

সন্দীপ সরকার, কলকাতা: সুরের জগতে তিন দশক পূর্ণ করছেন তিনি। সেই উপলক্ষ্যে রবীন্দ্র সদনে বিশেষ শো-ও আয়োজিত হচ্ছে ১৯ অগাস্ট।

নচিকেতা চক্রবর্তীর (Nachiketa Chakraborty) ভক্তদের জন্য আরও একটি বড়সড় চমক অপেক্ষা করে রয়েছে। বিস্মিত হওয়ার পালা ক্রিকেটপ্রেমীদেরও। কারণ, এই প্রথম ক্রিকেটের কোনও অনুষ্ঠানে পারফর্ম করবেন ‘আগুন পাখি’। সিএবি-র (CAB) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সেরা উপহার হতে চলেছে কিংবদন্তি গায়কের পারফরম্যান্স।

সেপ্টেম্বর মাসের গোড়ায় সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সম্ভবত ৯ সেপ্টেম্বর হবে এবারের বার্ষিক পুরস্কার বিতরণ। সেই অনুষ্ঠানে সেরা চমক হতে চলেছেন নচিকেতা।

বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-র প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly) বলছেন, ‘এবারের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তী পারফর্ম করবেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান বেশ লম্বা সময় ধরে চলে। একঘেয়েমি যাতে না আসে, তার জন্যই নচিকেতার গান থাকবে। এই প্রথম সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এত বড় মাপের শিল্পী পারফর্ম করবেন।’

এবার বদলে যাচ্ছে সিএবি-র বার্ষিক অনুষ্ঠানের স্থানও। গতবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিল অনুষ্ঠান। আগে ইডেন গার্ডেন্সের (Eden Gardens) ইন্ডোর স্টেডিয়ামের কাছে ম্যারাপ বেঁধেও অনুষ্ঠান হয়েছে। তবে এবার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে নিউ আলিপুরে রাজ্য সরকারের নবনির্মিত ধন ধান্য অডিটোরিয়ামে। ঝাঁ চকচকে যে অডিটোরিয়ামে সব রকম আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। তাই সেখানেই অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে সিএবি।

বার্ষিক অনুষ্ঠানের আগে প্রত্যেকবার জল্পনা চলে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বা জীবনকৃতি সম্মান কে পাবেন তা নিয়ে। তবে এবার সেই স্বীকৃতি কে পাবেন, সেটা এখনও নির্ধারিত হয়নি। স্নেহাশিস বলছেন, ‘দ্রুতই এ নিয়ে সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সামনেই দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। যে টুর্নামেন্টে সেমিফাইনাল সহ মোট পাঁচটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে সিএবি। যা নিয়ে ইডেন গার্ডেন্স জুড়ে সাজ সাজ রব। ক্লাব হাউস সহ গোটা স্টেডিয়ামের আমূল সংস্কারের কাজ চলছে জোর কদমে। মাস খানেকের মধ্যে সংস্কারের কাজ শেষ করে ফেলতে চায় সিএবি। তবে বিশ্বকাপের আগে সিএবি-র বার্ষিক সাধারণ সভা আয়োজিত হবে। ২৯ সেপ্টেম্বর এজিএমের দিন ঠিক করা হয়েছে। যদিও এবার শীর্ষ কোনও পদে কোনও বদল হবে না বলেই ইঙ্গিত। শুধু নিয়মমাফিক হবে এজিএম।

বাংলার ক্রিকেটপ্রেমীরা অবশ্য এখন থেকেই অপেক্ষা শুরু করে দিয়েছেন ৯ সেপ্টেম্বরের। যেদিন ধন ধান্য অডিটোরিয়ামে মঞ্চের সামনের আসনে বসে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর মঞ্চের ওপর দাঁড়িয়ে নচিকেতা গেয়ে উঠবেন, ‘স্বপ্ন দেখে মন…’

আরও পড়ুন: ব্যাটারদের দাপটের পর বল হাতে কামাল শার্দুল-মুকেশের, ওয়েস্ট ইন্ডিজ়কে গুঁড়িয়ে সিরিজ ভারতের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial