Ind Vs WI Exclusive: Ishan Kishan’s Childhood Coach Uttam Mazumdar Hopes To See His Disciple Opening Innings For Team India In ODI World Cup

সন্দীপ সরকার, কলকাতা: একটা সিরিজ। আরও নিখুঁতভাবে বলতে গেলে, তিনটি ম্যাচ। আর তাতেই যেন আলোচনাটা ঘুরে গিয়েছে একশো আশি ডিগ্রি।

বিশ্বকাপে ভারতের হয়ে ইনিংস ওপেন করবেন কে? ভারত-ওয়েস্ট ইন্ডিজ় (Ind vs WI) সিরিজের আগে পর্যন্ত মনে করা হচ্ছিল, রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ওপেনার হিসাবে হয়তো দেখা যাবে শুভমন গিলকে (Shubman Gill)। কোনও কোনও মহল থেকে আবার বলা হচ্ছিল, ফিট হয়ে গেলে কে এল রাহুলও (KL Rahul) রোহিতের সঙ্গী হওয়ার দাবিদার।

কিন্তু ছবিটা সম্পূর্ণ বদলে দিয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ওয়ান ডে সিরিজ। যে সিরিজের তিন ম্যাচে ওপেন করে তিনটি হাফসেঞ্চুরি করে দিয়েছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। ৩ ম্যাচে ১৮৪ রান। প্রথম ম্যাচে ৫২। দ্বিতীয় ম্যাচে ৫৫। আর সিরিজ নির্ণায়ক তৃতীয় ম্যাচে ৭৭। সিরিজের সেরাও হয়েছেন ঝাড়খণ্ডের ক্রিকেটার। তিন ম্যাচেই ঈশানের ওপেনিং সঙ্গী ছিলেন শুভমন গিল। প্রথম ম্যাচে গিল রান পাননি। তবে পরের দুই ম্যাচে ওপেনিং জুটিতে উঠেছে যথাক্রমে ৯০ ও ১৪৩।

বিশ্বকাপের ওপেনিং জুটি ঠিক করতে এবার তো ধন্দে পড়ে যাবে টিম ম্যানেজমেন্ট?

‘ধন্দে পড়ে যাওয়ারই কথা। এই সিরিজে ঈশান যেরকম পারফর্ম করেছে, তাতে ওকে ওপেনিং থেকে সরানো যাবে বলে মনে হয় না। ওই শেষ ল্যাপের বিজয়ী। ওর জন্যই ওপেনিং কম্বিনেশন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে দলকে,’ ফোনে বলছিলেন উত্তম মজুমদার। যে বাঙালি কোচের হাত ধরে মহেন্দ্র সিংহ ধোনির রাজ্য থেকে ফের এক তরুণ উইকেটকিপার ব্যাটারের উত্থান।

উত্তম বলছেন, ‘রোহিত নিজে বাঁহাতি-ডানহাতি কম্বিনেশনে জোর দিচ্ছে। বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন যে কোনও বোলিং আক্রমণকে সমস্যায় ফেলতে পারে। ঈশান বাঁহাতি হওয়ায় ওকেই ওপেনার হিসাবে খেলানো উচিত।’ সঙ্গী কে হবেন? উত্তম বলছেন, ‘রোহিত হতে পারে। সেক্ষেত্রে শুভমন তিন নম্বরে খেলতে পারে। আবার শুভমন-ঈশান ওপেন করলেও অবাক হব না। বড় ব্যাটারদের অনেক সময়ই দেখেছি কেরিয়ারের পরের দিকে নীচের দিকে ব্যাট করতে নামে। রোহিতও সেটা করলে অবাক হব না।’

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ান ডে সিরিজের সেরা ক্রিকেটার ঈশানের ব্যাটিংয়ের কোন দিকটা ভাল লাগল? তরুণ ক্রিকেটারের ব্যক্তিগত কোচ বলছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিন্তু সহজ ছিল না। মন্থর পিচ। তার ওপর অসমান বাউন্স। কোনও বল লাফাচ্ছে, কোনও বল নীচু হচ্ছে। অথচ পরিস্থিতির সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছে ঈশান। সেই অনুযায়ী ব্যাটিং করেছে। ওর টেম্পেরামেন্ট খুব ভাল লেগেছে।’

আর উইকেটকিপিং? ‘অনেক উন্নতি করেছে। রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদবের মতো স্পিনার হোক বা পেসার, দারুণ কিপিং করেছে। ওর কিপিংয়ে ধোনির মতো একটা সাবলীল ব্যাপার আছে। ধোনি নিজেও সেটা বলেছিল। বিশ্বকাপের আগে তৈরি ঈশান,’ বললেন উত্তম।

বিশ্বকাপের আর মাত্র মাস তিনেক বাকি। রাহুল দ্রাবিড়-রোহিত শর্মাদের না নতুন করে খাতা-পেন্সিল নিয়ে বসতে হয়।

আরও পড়ুন: নচিকেতা আর ক্রিকেট, বার্ষিক অনুষ্ঠানে চমক দিতে চলেছে সিএবি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial