Ind Vs WI: Hardik Pandya Slams West Indies Cricket Board For Not Making ‘basic Arrangements’ For Team India

ত্রিনিদাদ: তাঁর নেতৃত্বে সিরিজ জিতেছে ভারত (Ind vs WI)। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টানা ১৩ ওয়ান ডে সিরিজ জয়। তবু মেজাজ ঠিক নেই হার্দিক পাণ্ড্যর। ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করলেন বঢোদরার অলরাউন্ডার।

ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড ভারতীয় দলের আপ্যায়নে ন্যূনতম ব্যবস্থাও করেনি, অভিযোগ হার্দিকের। পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ়ের মাঠ বিশ্বের অন্যতম সেরা মাঠ ছিল। আশা করি পরের বার পরিস্থিতি খানিকটা বদলাবে। যাতায়াত থেকে শুরু করে অন্যান্য পরিষেবার ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ আশা করি হেঁচকি তুলবে না। আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ডের মাথায় রাখা উচিত যে, যখন কোনও দল এ দেশে সফরে আসে… আমরা কোনও বিলাসিতা চাইছি না। কিন্তু ন্যূনতম ব্যাপারগুলো যেন দেখা হয়।’

ওয়ান ডে সিরিজ শুরুর আগে মধ্যরাতের বিমানে গন্তব্যে পৌঁছতে হয়েছিল ভারতীয় দলকে। ফলে অনুশীলনে সমস্যায় পড়েছিলেন হার্দিকরা। যা নিয়ে ভারতীয় বোর্ডের কাছেও নালিশ করেছিলেন ক্রিকেটাররা। সেই প্রসঙ্গই উঠে আসে হার্দিকের কথায়।

অনেকে মনে করেন, রোহিত শর্মার (Rohit Sharma) পর তিনিই ভারতীয় দলকে সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্ব দেবেন। ক্যাপ্টেন হিসাবে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ট্র্যাক রেকর্ড বেশ ঈর্ষণীয়। আইপিএলে সফল। জাতীয় দলের হয়েও যখন সুযোগ পেয়েছেন, দলকে জিতিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয় যে সাফল্যের মুকুটে নবতম পালক।

ত্রিনিদাদে সিরিজ নির্ণায়ক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়কে ২০০ রানে ধরাশায়ী করে সিরিজ জিতেছে ভারত। উচ্ছ্বসিত হার্দিক। সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভরাডুবি হয় টিম ইন্ডিয়ার। তৃতীয় ম্যাচে পদস্খলনের অর্থ ছিল, সিরিজ হাতছাড়া হওয়া। দীর্ঘ ১৭ বছর পর ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে ওয়ান ডে সিরিজ হারের যন্ত্রণা হজম করতে হতো ভারতীয় দলকে।

হার্দিকরা অবশ্য তা হতে দেননি। সিরিজ জিতে স্বাভাবিকভাবেই খুশি হার্দিক। বলেছেন, ‘সত্যি কথা বলতে কী, অধিনায়ক হিসাবে এরকম ম্যাচ খেলতে চাই। যেখানে সব কিছু সরু সুতোর ওপর ঝুলছে। জানতাম ব্যর্থ হলে হতাশা সঙ্গী হবে। তবে যেভাবে ছেলেরা চাপ সামলে নিজেদের চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে, অধিনায়ক হিসাবে সেটাই দেখতে চাই। ওদের চাপ সামলে পরিস্থিতি উপভোগ করতে হবে এভাবেই।’ তারপরই অধিনায়ক হার্দিকের উপলব্ধি, ‘চাপ সামলাতে না পারলে নায়ক হতে পারবে না।’

আরও পড়ুন: নচিকেতা আর ক্রিকেট, বার্ষিক অনুষ্ঠানে চমক দিতে চলেছে সিএবি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial