Indian prisoners in foreign countries: বিশ্ব জুড়ে জেলবন্দি ৮০০০ ভারতীয়, তাদের দেশে ফেরানো নিয়ে কী ভাবছে কেন্দ্র

বিশ্ব জুড়ে জেলবন্দী রয়েছে আট হাজারেরও বেশি ভারতীয় অপরাধী। সম্প্রতি এই পরিসংখ্যানই সামনে আনল বিদেশমন্ত্রক। সংসদে এই নিয়ে শুক্রবার একটি আলোচনা হয়। বিভিন্ন দেশে বন্দী থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্র। এই ব্যাপারে জরুরি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে। প্রসঙ্গত, শুক্রবার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, সারা বিশ্ব জুড়ে ৮৩৩০ জন ভারতীয় নানা অপরাধের দায়ে জেল খাটছে। এর মধ্যে বেশিরভাগ বন্দীই রয়েছে পশ্চিম এশিয়ার দেশগুলিতে। সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, কুয়েত, সৌদি আরবের মতো দেশগুলিতেই সিংহভাগ জেলবন্দী রয়েছে। 

(আরও পড়ুন: ৫৫ ফুটের নেতাজি এঁকে ইন্ডিয়ান রেকর্ডসে নাম! কতটা কঠিন ছিল? জানালেন শিল্পী তারক)

এই সম্পর্কিত একটি পরিসংখ্যানই এই দিন পেশ করা হয়। পশ্চিম এশিয়ার দেশগুলির মধ্যে সংযুক্ত আরব আমিরশাহিতে সবচেয়ে বেশি ভারতীয় জেলবন্দী রয়েছে যেখানে সংখ্যাটা ১৬১১। এর পর সে তালিকায় রয়েছে সৌদি আরব যেখানে ১৪৬১ জেলবন্দী। অন্যদিকে কাতারে ৬৯৬ ও কুয়েতে ৪৪৬ জেলবন্দী রয়েছে বর্তমানে। এছাড়াও, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালসহ বিভিন্ন দেশ রয়েছে এই তালিকায়। প্রতিবেশী দেশগুলিতে কতজন জেলবন্দী রয়েছে তারও একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে এই দিন। তাতে বলা হয়,  নেপালে ১২২২, পাকিস্তানে ৩০৮, চিনে ১৭৮, বাংলাদেশে ৬০ ও শ্রীলঙ্কায় ২০ জেলবন্দী ভারতীয় রয়েছে। পশ্চিম এশিয়ার দেশগুলিতে জেলবন্দীর সংখ্যা সবচেয়ে বেশি কারণ সেই দেশগুলিতেই সবচেয়ে বেশি ভারতীয় বাস করে।

(আরও পড়ুন: শুধু সিওপিডি নয়, ক্যানসারও ওঁত পেতে! একটি কাজেই ঝুঁকি বাড়ছে আপনার)

সংসদের প্রশ্নোত্তর পর্বে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘সম্প্রতি ৩১টি দেশের সঙ্গে ভারত ট্রান্সফারস অব সেন্টেনসড প্রিজনস চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী, বিভিন্ন দেশে জেলবন্দী থাকা অপরাধীদের দেশে ফিরিয়ে আনা হবে। এবং ভারতের বিভিন্ন জেলে বন্দী বিদেশিদের তাদের দেশে ফিরিয়ে দেওয়া হবে। ৩১টি দেশের তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, বাহারিন, বাংলাদেশ, বসনিয়া, হারজেগোবিনা, ব্রাজিল, বুলগেরিয়া, কলম্বিয়া, মিশরের মতো দেশগুলি।’ একইসঙ্গে এই দিন একটি পুরনো পরিসংখ্যানের কথাও বলেন তিনি।

২০০৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ৮৬জন জেলবন্দী অপরাধীকে এভাবে স্থানান্তরিত করা হয়েছে। এর মধ্যে ৭৫ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে অন্যান্য দেশ থেকে। অন্যদিকে ১১ বিদেশি অপরাধীকে তাদের সংশ্লিষ্ট দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, কংগ্রেস সাংসদ বিজয়কুমার বিজয় এই বিভিন্ন দেশে জেলবন্দী ভারতীয় অপরাধীদের নিয়ে তথ্য চেয়েছিলেন। এই ব্যাপারে কেন্দ্র কী কী পদক্ষেপ নিচ্ছে, সেটাই ছিল মূল প্রশ্ন।