Mohun Bagan | Durand Cup 2023: ডুরান্ড বোধনেই অভিযান শুরু সবুজ-মেরুনের, দল নিয়ে চমক রাখলেন কোচ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত পোহালেই ১২৩ তম ডুরান্ড কাপের (Durand Cup 2023) বোধন। ৩ অগস্ট বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG vs Bangladesh Army) ও বাংলাদেশ সেনা। সেনাবাহিনী পরিচালিত এশিয়ার প্রাচীনতম ও বিশ্বের তৃতীয় প্রাচীন ফুটবল টুর্নামেন্টে এবার একই গ্রুপে রয়েছে বাংলাদেশ সেনা, (Bangladesh Army FT), ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান (Mohun Bagan SG) ও পঞ্জাব এফসি (Punjab FC)। গ্রুপে ‘এ’-তেই ইস্ট-মোহন, পঞ্জাব ও বাংলাদেশ। ডুরান্ডের প্রথম ম্যাচে সবুজ-মেরুনের দায়িত্বে মোহনবাগানের রিজার্ভ দলের কোচ বাস্তব রায়। যাঁর কোচিংয়েই জুনিয়র মোহনবাগান খেলছে কলকাতা লিগ (CFC 2023)। বাস্তব রায় পদ্মাপাড়ের সেনাদের বিরুদ্ধে নামার আগে জানিয়ে দিলেন যে, তাঁর দল গ্রুপ অফ ডেথে রয়েছে। 

আরও পড়ুন: East Bengal: সাড়ম্বরে পালিত হল লাল-হলুদের ১০৪, ‘ভারত গৌরব’ রতন টাটা, সেরা ফুটবলার ক্লেটন

বাস্তব রায় বলেন, ‘দেখুন আমরা যে গ্রুপে রয়েছি সেটা গুরুপ অব ডেথ বলতে পারেন। ডুরান্ড কাপের সবচেয়ে কঠিন গুরুপ। কিন্তু সবুজ মেরুন জার্সি যে প্রতিযোগিতায় খেলতে নামে, সেখানে সব ম্যাচ জেতা ও চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টাই করে। আমরা সেটা মাথায় রেখেই মাঠে নামব। সিনিয়র ফুটবলারদের মধ্যে যারা বেশিদিন অনুশীলন করেছে, তাদের অনেকে তৈরি। যুব দল তো লিগ খেলছেই। সব মিলিয়ে আমরা টিম নামাব। লিগের মতোই ডুরান্ড কাপও যে কোনও ফুটবলারের কাছে নিজেকে মেলে ধরার সেরা মঞ্চ হতে চলেছে, সেটা সবাই জানে।’ প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন বাস্তব। তাঁর সংযোজন, ‘বাংলাদেশ সেনা দল যথেষ্ট শক্তিশালী। ওরা ইন্ডিপেন্ডেন্স কাপ জিতে ডুরান্ডে এসেছে। ওদের বেশ কিছু ভালো ফুটবলার আছে বলেই শুনেছি। তবে আমাদের যুব দলও লিগের ম্যাচে এখনও অপরাজিত। সেই দলের সঙ্গে আরও কিছু ফুটবলার যুক্ত হবে। ফলে ম্যাচ হাড্ডাহাড্ডি হবে। নিজেদের মাঠে সেরাটা দেওয়ার জন্য আমরা তৈরি।’

এই মুহূর্তে কলকাতা লিগে গ্রুপ শীর্ষে মোহনবাগান। দরজায় কড়া নাড়ছে এএফসি কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট। এবার জুয়ান ফেরান্দোর দলের কাছে যার গুরুত্ব অপরিসীম। তারমধ্যেই ঐতিহ্যের ডুরান্ডে নামছে মেরিনার্স। মোহনবাগান মাঠেই ফেরান্দোর কোচিংয়ে সিনিয়র দলের অনুশীলন শুরু হয়ে গিয়েছে কয়েকদিন আগে থেকেই। আর যুবভারতীতে যুব দল দীর্ঘ প্রস্তুতি শেষ করে লিগের পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে। এখনও পর্যন্ত গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাব হারেনি। এই পরিস্থিতিতে যুব দল ও সিনিয়র দলের বাছাই করা ফুটবলারদের নিয়ে দু’তিনদিন ধরে ডুরান্ডের প্রস্তুতি হয়েছে দরজা বন্ধ করেই। যুব দলের ফুটবলাররা পুরোপুরো তৈরি থাকলেও, সিনিয়র দলের ক’জন ম্যাচ খেলার জন্য একেবারে শারীরিক ভাবে ফিট, সেটা দেখছেন কোচরা। সবদিক বিবেচনা করেই আগামিকাল বাংলাদেশ সেনা একাদশের বিরুদ্ধে গ্রুপ লিগের প্রথম ম্যাচের দল নামাতে চায় টিম ম্যানেজমেন্ট। তারপর ম্যাচ ধরে ধরে তাতে কিছু বদল ঘটানো হবে। 

আরও পড়ুন: Mamata Banerjee: ডুরান্ড কাপের উদ্বোধনে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী মমতা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)