New Zealand ODI Captain Kane Williamson Shares Update On Recovery; Posts Batting Video From Net Session

অকল্যান্ড: বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ মাস বাকি। তার আগে বড় অক্সিজেন পেয়ে গেল নিউজ়িল্যান্ড শিবির। হাঁটুর গুরুতর চোট সারিয়ে নেটে ব্যাটিং শুরু করে দিলেন কেন উইলিয়ামসন (Kane Williamson)।

আইপিএল (IPL) চলাকালীন চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। গুজরাত টাইটান্সের হয়ে ম্যাচে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান কিউয়ি অধিনায়ক। তারপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। আদৌ বিশ্বকাপের আগে বাইশ গজে ফিরতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

তবে তার মধ্যেই সমর্থকদের জন্য যেন দেখা গেল কিছুটা আশার আলো। চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াই চালাচ্ছেন কেন উইলিয়ামসন। দীর্ঘ চার মাস বাদে ব্যাট হাতে নেটে নেমে পড়েছেন তিনি। বেশ কয়েকটি থ্রো ডাউনে ব্যাট করতে দেখা গিয়েছে তাঁকে। ৪ মাস বাদে ব্যাট হাতে ফেরার অনুভূতি তাঁর কাছে আলাদা, জানিয়েছেন উইলিয়ামসন।

গত এপ্রিলে ডান হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে তাঁর। এরপরে ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে দেখা গিয়েছিল তাঁকে। তিনি এখন ধীরে ধীরে সেরে ওঠার পথে। কয়েক দিন আগেই নিজের বাড়িতে সন্তানদের সঙ্গে ক্রিকেট খেলার ভিডিও পোস্ট করেছিলেন উইলিয়ামসন। এরপরে বহু দিন পরে আবার নিজের ছবি পোস্ট করলেন তিনি। এবারে একেবারে নেটে অনুশীলনের ছবি পোস্ট করলেন।

দীর্ঘ বিরতির পরে মঙ্গলবার প্রথম ব্যাট হাতে নেটে অনুশীলন করেন তিনি। ব্যাটিংয়ের একটি ভিডিও তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন উইলিয়ামসন। সঙ্গে ক্যাপশন, ‘কয়েকটি থ্রো ডাউন খেলার জন্য ব্যাট হাতে নেটে ফেরা দারুণ অনুভূতির।’ কয়েক মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ভাইরাল হয়ে যায়।

 


আইপিএলে হাঁটুর লিগামেন্টে চোট পান কেন উইলিয়ামসন। গত ৩১ মার্চ, আইপিএলের উদ্বোধনী ম্যাচে বাউন্ডারিতে ছক্কা বাঁচাতে গিয়ে বাজেভাবে পড়ে যান কেন। ছক্কা আটকাতে পারলেও চোট এড়াতে পারেননি তিনি। দেশে ফিরতে হয়েছিল ক্রাচে ভর দিয়ে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, তাঁর এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গিয়েছে। পরের মাসেই অপারেশন হয় উইলিয়ামসনের। অস্ত্রোপচারের পর এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ৬ মাসের মতো সময় লাগে। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে এখনও আশঙ্কা রয়েছে। তবে নিউজ়িল্যান্ড শিবির এখনও হাল ছাড়তে নারাজ।

আরও পড়ুন: নচিকেতা আর ক্রিকেট, বার্ষিক অনুষ্ঠানে চমক দিতে চলেছে সিএবি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial