Rahul Dravid Sought Advice From Harbhajan Singh On How To Turn The Ball, Know In Details

মুম্বই: ব্যাট হাতে তিনি ছিলেন দলের ভরসা। প্রতিকূল পরিস্থিতিতে তাঁর নাছোড় লড়াই দেখে বিশ্ব ক্রিকেট তাঁকে কুর্নিশ করত দ্য ওয়াল নামে। পরে সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের হয়ে উইকেটকিপিংও করেছেন।

সেই রাহুল শরদ দ্রাবিড় (Rahul Dravid) বল হাতে উইকেটও নিয়েছেন। টেস্টে একটি ও ওয়ান ডে ক্রিকেটে ৪টি উইকেট রয়েছে ভারতীয় ক্রিকেটের (Team India) মিস্টার ডিপেন্ডেবলের। বল হাতে তাঁর শিক্ষক ছিলেন কে?

‘হরভজন সিংহ,’ একটি সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন দ্রাবিড়। বলেছেন, ‘ভাজ্জিকে দেখতাম বনবন করে বল ঘোরাচ্ছে। আমি ওকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, তুই বল টার্ন করাস কী করে? ও বলেছিল, খুব সহজ। যেভাবে দরজার নব (ডোর নব) ঘোরাও, সেভাবেই বলটাকে ছেড়ো। শুনে হতবাক হয়ে গিয়েছিলাম।’

দ্রাবিড়ের আক্ষেপ, এর পরেও তাঁর বল ঘুরত না। বলেছেন, ‘এত করেও আমার বল সোজাই যেত। তাতেই উইকেট পেয়েছি।’

টেস্টে সুনীল গাওস্কর ও রাহুল দ্রাবিড়, দুজনেরই রয়েছে একটি করে উইকেট। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে রিডলি জেকবসকে ফিরিয়েছিলেন তিনি। রিডলি তখন ১২০ রান করে ব্যাটিং করছিলেন। দ্রাবিড়ের কথায়, ‘শিবনারায়ণ চন্দ্রপলের উইকেট পাইনি। সেটা পেলে স্টেডিয়ামের ছাদে গিয়ে চিৎকার করতাম। তবে রিডলিও সেই সময় দারুণ ফর্মে ছিল। ও ভাল ব্যাটার।’

তবে রাহুল দ্রাবিড় বেশি উচ্ছ্বসিত তাঁর ওয়ান ডে উইকেটের সম্ভার নিয়ে। বলছেন, ‘নামগুলো বলি। সঈদ আনোয়ার। সেই সময় ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ স্কোর ছিল আনোয়ারের। ১৯৪ রান। এছাড়া ১৯৯৯ বিশ্বকাপের সেরা ক্রিকেটার ল্যান্স ক্লুজ়নারের উইকেট নিয়েছি। গ্যারি কার্স্টেনের উইকেট নিয়েছি। যিনি পরে আমাদের কোচিংও করিয়েছিলেন। কোনওদিন ভুলতে দিইনি গ্যারিকে। সব সময় বলতাম, আমি তোমার উইকেট নিয়েছিলাম।’

ভারতীয় দলে সতীর্থরা তাঁকে জ্যামি নামে ডাকতেন। সেই নামের উৎপত্তি কোথা থেকে, সেটাও জানিয়েছেন দ্রাবিড়। বলেছেন, ‘শ্রীনাথ আমাকে জ্যুস জ্যাম বলে ডাকত। কিন্তু সেই নামটা একটু বড়। তাই সংক্ষেপে জ্যাম। তার থেকেই জ্যামি।’

ভারতীয় ক্রিকেট মহলের অনেকে বলে থাকেন, দ্রাবিড়ের বাবা বিখ্যাত জ্যাম প্রস্তুতকারী সংস্থা কিষাণ-এ চাকরি করতেন। সেই সূত্রেই তাঁকে জ্যামি বলে ডাকা শুরু হয়।

আরও পড়ুন: নচিকেতা আর ক্রিকেট, বার্ষিক অনুষ্ঠানে চমক দিতে চলেছে সিএবি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial